ছবি সংগৃহীত
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। তিনি স্পষ্ট করেছেন, এরপরই অন্তর্বর্তী সরকার দায়িত্ব থেকে পদত্যাগ করবে।
আইন উপদেষ্টা বলেন, “নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের। আমাদের সব ধাপ পরিকল্পনা অনুযায়ী। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং আমরা ফেব্রুয়ারিতে দায়িত্ব থেকে বিদায় নেব।”
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভিন্ন কথা বলে। এটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। নির্বাচনের সময় কে কি বলবেন, সেটা রাজনৈতিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ হিসেবে দেখবেন।”
তিনি সরকারের দৃঢ়প্রতিজ্ঞতা পুনর্ব্যক্ত করে বলেন, “আমাদের প্রধান উপদেষ্টা, যিনি বিশ্বপর্যায়ে স্বীকৃত একজন ব্যক্তিত্ব, নিজেই ঘোষণা করেছেন। আমরা তার ঘোষণার পেছনে কোনও দ্বিধা রাখছি না।”
আসিফ নজরুলের মন্তব্য অনুযায়ী, নির্বাচনের প্রস্তুতি ও সরকারের দায়িত্ব পালনে কোনো ফাঁক রাখা হবে না। সরকার নির্বাচনের নিরপেক্ষ ও সফল আয়োজনের জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নির্বাচনের কার্যক্রম তদারকি করা হবে। এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলে দেশের রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালী ও স্বচ্ছ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News