ছবি সংগৃহীত
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও দুই বাংলার তারকা ফেরদৌস আহমেদের নাম ঘিরে দীর্ঘদিন ধরেই চলে আসছে প্রেমের গুঞ্জন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অবশেষে সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন শ্রীলেখা।
অভিনেত্রীর ভাষ্যে, বাংলাদেশের পরিচালক স্বপন সাহার ‘সিংহ পুরুষ’ সিনেমার সূত্রেই ফেরদৌসের সঙ্গে তার প্রথম পরিচয়। ফেরদৌস ছিলেন দ্বিতীয় নায়ক আর তিনি ছিলেন নায়িকা। বাংলাদেশের শুটিং থেকেই শুরু হয়েছিল তাদের বন্ধুত্ব।
শ্রীলেখা বলেন, “শান্ত, নম্র স্বভাবের জন্য ফেরদৌসকে আমার ভালো লেগেছিল। কিন্তু সেটা প্রেম নয়, বরং ভালো বন্ধুত্ব।”
পরে কলকাতায় ফেরার পর প্রখ্যাত পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার সময় ফেরদৌসের নামই তিনি প্রস্তাব করেছিলেন। এর ফলেই ফেরদৌস ‘হঠাৎ বৃষ্টি’ ছবির মাধ্যমে টলিউডে পা রাখেন।
শ্রীলেখা দৃঢ়ভাবে জানান, “কারও নাম পরিচালকের কাছে বললেই প্রেম হয় না। আমি অনেক অভিনেতা-অভিনেত্রীর নাম পরিচালকদের বলেছি। ফেরদৌসের ক্ষেত্রেও তা-ই হয়েছে। তাই প্রেমের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন।”
এভাবেই ফেরদৌসের সঙ্গে তার নাম জড়িয়ে যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল, অভিনেত্রী এবার সেটির স্পষ্ট জবাব দিলেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News