ঢাকা, ০৩ সেপ্টেম্বর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:56 AM, 30 August 2025.
Digital Solutions Ltd

খাইষ্টা জাহাঙ্গীরের মতো স্বামী আমি চাই না: সাদিয়া আয়মান

Publish : 12:56 AM, 30 August 2025.
খাইষ্টা জাহাঙ্গীরের মতো স্বামী আমি চাই না: সাদিয়া আয়মান

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

‘উৎসব’ সিনেমার আলোচিত সংলাপ, “ডানা থাকলেই উড়তে হয় না জেসমিন,” এখনও নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু। সিনেমার চরিত্র খাইষ্টা জাহাঙ্গীর স্ত্রী জেসমিনের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন, যা শেষ পর্যন্ত তাদের সম্পর্কের ফাটল সৃষ্টি করে।

এই চরিত্রের অতীতের রূপে ছিলেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে সাদিয়াকে প্রশ্ন করা হয়— যদি বাস্তব জীবনে এমন স্বামী আসে যে বিয়ের পর তাকে পড়াশোনা বা অভিনয় থেকে বিরত রাখতে চায় বা শুধু সংসার সামলানোর চাপ দেয়, তাহলে তিনি কী করবেন?

সাদিয়া আয়মান স্পষ্ট জানিয়েছেন, “প্রথমত, যে আমাকে বিয়ে করবে, সে তো জানবেই আমি কী করি, আমার ক্যারিয়ার কী। আর বিয়ের আগে বোঝাপড়া থাকবে। তবে বিয়ের পর যদি হঠাৎ বলা হয়—‘কাজ ছেড়ে দাও’, আমি সেই সুযোগ দেব না।”

তিনি আরও বলেন, “সাধারণত সবাই ক্যারিয়ারের কোনো পর্যায়ে বিয়ে করে। আমি যদি ৩০-এর মধ্যে বিয়ে করি, তখনও ক্যারিয়ারের পিক অবস্থায় থাকব। তাই ক্যারিয়ার থামিয়ে দেওয়ার মতো শর্ত আমি মেনে নেব না।”

‘উৎসব’ সিনেমায় জেসমিন চরিত্র ছিল নব্বই দশকের এক ধীরস্থির ও দৃঢ়মনের নারী, যে জানে তার লক্ষ্য কী এবং তা অর্জনে বদ্ধপরিকর। কিন্তু খাইষ্টা জাহাঙ্গীরের চোখে জেসমিনকে দেখা হয় ভিন্নভাবে; সমান মর্যাদা এবং স্বাধীনতা দেওয়া হয়নি। যদিও খাইষ্টা জাহাঙ্গীরের অনুভূত ভালোবাসা ছিল, তা সেভাবে প্রকাশ পায়নি। এই অভিজ্ঞতার আলোকে সাদিয়া স্পষ্ট করেছেন, খাইষ্টা জাহাঙ্গীরের মতো স্বামী তিনি চান না।

বর্তমানে সাদিয়া আয়মান দারুণ সময় পার করছেন। তানিম নূরের সিনেমা ‘উৎসব’ ছাড়াও অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-য় অভিনয় করে সমালোচক ও দর্শক উভয়ের প্রশংসা কুড়িয়েছেন। হাতে আছে আরও কিছু নতুন কাজ, যা তাকে অভিনয়জগতে আরও দৃঢ় অবস্থান নিশ্চিত করবে।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে শিরোনাম উজিরপুরে লাইফ ইনস্যুরেন্সের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শিরোনাম নেছারাবাদে মসজিদ উন্নয়নের বরাদ্দের টাকা ইউপি মেম্বারের পকেটে শিরোনাম নারী নিপীড়নের প্রতিবাদে বরিশাল ববি ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শিরোনাম পটুয়াখালীতে গরু চুরির সময় জনতার হাতে ধরা পড়ল ৫ চোর শিরোনাম মওলানা ভাসানী সেতুতে নিরাপত্তা জোরদার, অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন