ঢাকা, ০৩ সেপ্টেম্বর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 06:33 AM, 28 August 2025.
Digital Solutions Ltd

“আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণের প্রয়োজন নেই”: অপু বিশ্বাস

Publish : 06:33 AM, 28 August 2025.
“আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণের প্রয়োজন নেই”: অপু বিশ্বাস

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ঢালিউডের শীর্ষ নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। ২০০৮ সালে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে গোপনে বিয়ে করেছিলেন তিনি। বিষয়টি দীর্ঘদিন গোপন রাখলেও ২০১৭ সালে সন্তান আব্রাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে।

সন্তানের জন্মের পরেই শাকিব-অপুর সংসারে ভাঙন দেখা দেয় এবং পরের বছর তারা বিচ্ছেদের পথে যান। বিচ্ছেদের পর শাকিব খান বিয়ে করেন নায়িকা শবনম বুবলীকে।

তবে বছর খানেকের মধ্যেই ছেলে আব্রাম খান জয়ের কারণে অপু ও শাকিব আবারও কাছাকাছি আসেন। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক কিছুটা হলেও গরমা-গরমা হয়ে ওঠে। দুজনই সন্তানকে সঙ্গে নিয়ে দেশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও সময় কাটিয়েছেন।

সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে অপু বিশ্বাস শাকিব খানের প্রতি নিজের ভালোবাসা ও সম্মানের কথা প্রকাশ করেছেন। পাশাপাশি শাকিবের পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গেও সময় কাটাতে দেখা গেছে নায়িকাকে। এই বিষয়গুলো নিয়ে গুঞ্জন সৃষ্টি হয় যে, শাকিব-অপুর সম্পর্ক আবারো জোড়া লাগছে।

এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, “আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার মতো কিছু নেই। যদি ফেসবুকের মাধ্যমে আমার সংসার জীবন প্রতিষ্ঠা করতে হয়, তাহলে বিয়ে করার দরকারই নেই। আমার তো বিবাহিত জীবন। এখানে এত প্রমাণের দরকার নেই। কেউ বিশ্বাস করলে করবে, নাহলে আমি সময় নষ্ট করতে চাই না।”

অপু আরও বলেন, শাকিব খানের সঙ্গে তার সংসার কেমন চলছে—এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। তিনি ব্যক্তিগত বিষয়গুলোকে ব্যক্তিগত রাখতে চাইছেন। তিনি উদাহরণস্বরূপ বলেন, “আমার প্রিয় নায়ক শাহরুখ খান দর্শকদের শুধু প্রয়োজনীয় তথ্যই দিয়েছেন। আমি ও আমার পারিবারিক বিষয়গুলোও ব্যক্তিগত রাখতেই চাই।”

অপু বিশ্বাসের এই বক্তব্য সামাজিক মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই নায়িকার ব্যক্তিগত সিদ্ধান্ত ও পারিবারিক বিষয়গুলোকে ব্যক্তিগত রাখার মনোভাবকে সমর্থন করছেন।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে শিরোনাম উজিরপুরে লাইফ ইনস্যুরেন্সের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শিরোনাম নেছারাবাদে মসজিদ উন্নয়নের বরাদ্দের টাকা ইউপি মেম্বারের পকেটে শিরোনাম নারী নিপীড়নের প্রতিবাদে বরিশাল ববি ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শিরোনাম পটুয়াখালীতে গরু চুরির সময় জনতার হাতে ধরা পড়ল ৫ চোর শিরোনাম মওলানা ভাসানী সেতুতে নিরাপত্তা জোরদার, অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন