ছবি সংগৃহীত
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর তার বন্ধু কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী তার অপকর্ম এবং ব্যক্তিজীবনের অজানা দিকগুলো প্রকাশ করেছেন। সম্প্রতি রাহীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি আফ্রিদিকে ‘ভয়ংকর’ আখ্যা দিয়েছেন।
ভিডিওতে তানভীর রাহী বলেন, “সে একেবারে অন্যরকম একজন মানুষ। ক্যামেরার ভেতরে এক রকম আর বাইরে এক রকম। আমি বলব, ক্যামেরার বাইরে সে ‘ভয়ংকর’ একটি ব্যক্তি।” তিনি আরও বলেন, ইউটিউব ইন্ডাস্ট্রিতে সবাই তাকে বাঘের মতো ভয় পায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে তার বিপক্ষে গিয়েছিলেন। রাহী জানাচ্ছেন, সেই সময়ে আফ্রিদি বেল্ট ব্যবহার করে শারীরিকভাবে শিক্ষার্থীদের হুমকি দিত।
পুরনো স্মৃতি স্মরণ করে তিনি বলেন, “যখন ওর মনে হত কেউ তার বিরুদ্ধে কাজ করছে, তখন ফোন কল দেয়। তার ক্ষমতা দেখিয়ে আমাদের ভয় দেখাত। আন্দোলনের দুই-তিন মাস পর একদিন রাতে আমাকে ভিডিও কল দেয়। আমি ভয় পেয়ে যাই। কল ধরে শুনি, আফ্রিদি বলছে, ‘তোর সঙ্গে একজনের কথা বলাচ্ছি, বুঝেছিস আমার অবস্থানটা। সাবধানে থাকিস।’”
রাহী আরও বলেন, “৫ আগস্টের পরও দেশে ভালোই ছিল আফ্রিদি। আমরা চেয়েছিলাম সে তার মতো থাকুক আর আমরা আমাদের মতো থাকি। কিন্তু তা হয়নি। তার মনুষ্যত্ব নেই, সে শুধু জানে প্রতিশোধ, প্রতিশোধ আর প্রতিশোধ।”
তৌহিদ আফ্রিদি বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় হত্যাচেষ্টা মামলার ১১ নম্বর আসামি। রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুই নম্বরে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। মামলায় ২২ নম্বর আসামি ছিলেন আফ্রিদির বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, যাকে ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে।
এই ভিডিও প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় বইছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের বন্ধুর অভিজ্ঞতা ও সাক্ষাৎকার জনমনে বিষয়টির গভীর প্রভাব ফেলে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News