ছবি সংগৃহীত
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামছে বাংলাদেশ। চারদিকে সমালোচনা থাকলেও টাইগারদের টিম স্পিরিটে ভরসা রাখছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের মতে, রান রেট নয়— মূল লক্ষ্য হওয়া উচিত কেবল জয়।
এশিয়া কাপের শুরুতে হংকংয়ের বিপক্ষে ভুল সিদ্ধান্ত ও শ্রীলঙ্কার কাছে হারের পর সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ দল। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ঠাট্টা–বিদ্রূপও। তবে সুপার ফোরে উঠে টাইগাররা প্রমাণ করেছে তাদের সামর্থ্য।
বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দলের লড়াইয়ের মানসিকতাকে মূল্যায়ন করছেন ইতিবাচকভাবে। তিনি বলেন—
“এই দলটার টিম স্পিরিট ভালো লেগেছে। টি-টোয়েন্টি খুবই অপ্রত্যাশিত ফরম্যাট। আমরা যদি ভালো করতে পারি, আরও দূর এগিয়ে যেতে পারব। টিম ম্যানেজমেন্ট ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করছে। আপাতত চিন্তা শ্রীলঙ্কাকে নিয়েই।”
তবে আফগানিস্তানের বিপক্ষে এক বোলার কম নিয়ে নামার সিদ্ধান্তে কিছুটা হতাশ বুলবুল। তার ভাষায়—
“গত ম্যাচে দলের সমন্বয় ছিল খুবই বেমানান। সাড়ে চারটা বোলার নিয়ে খেলেছি। তারপরও দল একে অপরকে ব্যাকআপ করেছে।”
এদিকে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার মনে করছেন, সুপার ফোরে রান রেটের হিসাব নয়, জয়ের লক্ষ্যেই খেলতে হবে বাংলাদেশকে। তিনি বলেন—
“আমাদের জন্য এখন রানরেট মাথায় রাখার দরকার নেই। সুপার ফোরে গেলে শুধু ম্যাচ জয় নিয়েই চিন্তা করতে হবে। রানরেট কী হবে সেটা পরে দেখা যাবে।”
সুপার ফোরে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে শুভসূচনা করতে পারে কি না— সেটিই এখন দেখার বিষয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News