ছবি সংগৃহীত
চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের মেয়েরা আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।
বাংলাদেশ এবারের বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা জয় লক্ষ্য নিয়ে। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা করলেও পরের চার ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে পরাজয় ঘটেছে। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে টাইগারেসরা।
সেমিফাইনালে খেলার জন্য বাংলাদেশের শেষ দুই ম্যাচ জিততে হবে, পাশাপাশি স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের হারের ওপরও নির্ভর করতে হবে। তবে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হার বাংলাদেশের জন্য সুবিধাজনক অবস্থার সৃষ্টি করেছে।
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন,
“শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে আমরা আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে চাই। শেষ দুই ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছু অর্জিত হয়েছে।”
শ্রীলঙ্কা ৫ ম্যাচে ৩ হারা এবং ২টি পরিত্যক্ত, টেবিলের সপ্তম স্থানে আছে। শেষ দুই ম্যাচ জিতলেও তাদের সেমিফাইনালে ওঠার আশা টিকে থাকবে।
বাংলাদেশ স্কোয়াডে আছেন: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News