ছবি সংগৃহীত
ঘরের মাঠে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে মিরপুরের হোম অব ক্রিকেটে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৪ রানের দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে মেহেদি হাসান মিরাজের দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও তাওহিদ হৃদয় ও মাহিদুল ইসলাম অঙ্কনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২০৭ রান তোলে টাইগাররা।
দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান আসে হৃদয়ের ব্যাট থেকে, আর ৪৬ রান করেন অঙ্কন।
জবাবে ব্যাট করতে নেমে রিশাদ হোসেনের ঘূর্ণিজাদুতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। রিশাদ একাই তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট, সঙ্গে পেসারদের শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ে মাত্র ৩৯ ওভারে ১৩৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
এই জয়ে বাংলাদেশ শুধু জয়ের ধারায় ফিরেনি, বরং আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে আগামি ম্যাচগুলোকে সামনে রেখে। মিরপুরের দর্শকরাও উপভোগ করেছেন এক আনন্দঘন ক্রিকেট সন্ধ্যা।
এখন চোখ সিরিজের দ্বিতীয় ম্যাচে—যেখানে জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই হবে টাইগারদের মূল লক্ষ্য।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News