ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
স্পোর্টস ডেস্ক :
Publish : 12:06 AM, 28 September 2025.
Digital Solutions Ltd

‘প্রতিপক্ষ ভারত বা অস্ট্রেলিয়া নিয়ে ভাবছি না’: ভারত ম্যাচের আগে মেহেদীর আত্মবিশ্বাস

Publish : 12:06 AM, 28 September 2025.
‘প্রতিপক্ষ ভারত বা অস্ট্রেলিয়া নিয়ে ভাবছি না’: ভারত ম্যাচের আগে মেহেদীর আত্মবিশ্বাস

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

এশিয়া কাপের সুপার ফোরে প্রথম ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। আগামীকাল (২৪ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা। ম্যাচের আগে দলের ফাস্ট বোলার শেখ মেহেদী বলেন, প্রতিপক্ষ ভারত বা অস্ট্রেলিয়া নিয়ে বিশেষভাবে কিছু ভাবছেন না।

দুবাইয়ে উপস্থিত দেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেহেদী বলেন, “নরমাল ভাবেই আছি। বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে আছে সেভাবেই আছি। বেশি কিছু চিন্তা করছি না। জাস্ট একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য প্রস্তুত আছি। প্রতিপক্ষ ভারত বা অস্ট্রেলিয়া নিয়ে ভাবছি না।”

মেহেদী মুস্তাফিজের প্রশংসা করতে গিয়ে বলেন, “মুস্তাফিজ মাঠের ভেতরে আর বাইরে পুরো ভিন্ন। তার অভিজ্ঞতা তো সবাই দেখছেনই। যেভাবে সে ডেলিভার করছে, একদম অবিশ্বাস্য। শুধু সাকিব ভাই নয়, আমার মনে হয় মুস্তাফিজ আরও অনেক বড় বোলারকেও ছাড়িয়ে যেতে পারবেন টি-টোয়েন্টিতে।”

ভারত ম্যাচের হাইপ নিয়ে মেহেদী আরও বলেন, “এটা আসলে মিডিয়ার তৈরি। আমাদের মধ্যে এসব কিছু নেই। আমরা নরমালভাবে আন্তর্জাতিক ম্যাচ খেলার সেভাবেই খেলব।”

নিজের বোলিং পারফরম্যান্স নিয়ে মেহেদী জানান, “ভালোর তো কোনো শেষ নেই। মনে হয় যদি আরও ভালো করতে পারতাম হয়তো আরও ভালো হতো। যা হয়েছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে ভালো দিক—যে খেলছে, সে ডেলিভার করছে সঠিকভাবে। এটা মা শা আল্লাহ একটি ইতিবাচক বিষয়, যা দলকে ক্যারি করতে সাহায্য করবে।”

উল্লেখ্য, বাংলাদেশ সুপার ফোরে আরও ভালো অবস্থানে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়লাভের দিকে নজর রাখছে। দলের লক্ষ্য মাঠে মানসিক চাপ কম রেখে পরিকল্পিত ক্রিকেট খেলা।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে চোর পালাল শিরোনাম পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত শিরোনাম ঝালকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযুক্ত অভিজিতের পিতামাতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শিরোনাম কমলাপুরে যাত্রা হবে স্বস্তির—উদ্বোধনের অপেক্ষায় টিটি পাড়া আন্ডারপাস শিরোনাম রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার শিরোনাম ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’— মেট্রো দুর্ঘটনায় স্তব্ধ এক পরিবার