ছবি সংগৃহীত
দুবাইয়ে আজ এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ
এশিয়া কাপের সুপার হিট লড়াইয়ে আজ (২৪ সেপ্টেম্বর, বুধবার) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এই ম্যাচের জয় সরাসরি ফাইনালের দুয়ার খুলে দেবে লিটন দাসের দলের সামনে।
ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে বৈশ্বিক আসরে টানটান কিছু ম্যাচ— সবই এই লড়াইকে করে তোলে আলাদা। তবে পরিসংখ্যানের খাতায় পিছিয়ে বাংলাদেশ। দুই দলের মধ্যকার ১৭ টি–টোয়েন্টি ম্যাচে টাইগারদের জয় মাত্র একবার, সেটিও প্রায় ছয় বছর আগে। তবুও ক্রিকেটে অনিশ্চয়তাই বাস্তবতা, আর সেই বিশ্বাস নিয়েই আজ মাঠে নামবে টাইগাররা।
শ্রীলঙ্কাকে হারিয়ে উজ্জীবিত বাংলাদেশ আত্মবিশ্বাসী। টপ অর্ডার ছন্দে আছে, রানে ফিরেছেন তরুণ তাওহীদ হৃদয়। দুবাইয়ের ধীরগতির উইকেটে দায়িত্বটা বেশি থাকবে অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান ও স্পিনার শেখ মেহেদির ওপর। উইকেটের চরিত্র তাদের পক্ষে কাজ করতে পারে। তবে ম্যাচের ভাগ্য গড়তে পারে ফিল্ডিং। পাকিস্তানের বিপক্ষে ভারত একাধিক সহজ ক্যাচ ফেলে দিয়েছে— সেই ভুলের সুযোগ নিতে চায় বাংলাদেশ।
লিটন দাসের চোট নিয়ে শঙ্কা থাকলেও দলীয় ব্যবস্থাপনা আশাবাদী তাকে নিয়েই নামতে। যদিও তিনি পুরোপুরি ব্যাটিং অনুশীলন করতে পারেননি, তবে অধিনায়ককে ছাড়াই মাঠে নামার সম্ভাবনা কম। টিম ম্যানেজমেন্ট একাদশে একটি পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে— শরিফুল ইসলামের জায়গায় দেখা যেতে পারে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে।
অন্যদিকে, ভারত নামছে তাদের সেরা দল নিয়েই। তবে পাকিস্তানের বিপক্ষে ব্যর্থ হওয়া বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে অভিষেক শর্মা, শুবমান গিল, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়াদের নিয়ে শক্তিশালী একাদশই নামবে মেন ইন ব্লুরা।
আজকের ম্যাচ তাই শুধু গ্রুপের লড়াই নয়, বরং ফাইনালে ওঠার টিকিট নিশ্চিত করার মঞ্চ হিসেবেই দেখছে দুই দলই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন, শেখ মাহেদি, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
ভারতের সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, শুবমান গিল (সহ–অধিনায়ক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News