ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
স্পোর্টস ডেস্ক :
Publish : 01:07 AM, 07 October 2025.
Digital Solutions Ltd

অঘোষিত সেমিফাইনালে: রাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের লড়াই

Publish : 01:07 AM, 07 October 2025.
অঘোষিত সেমিফাইনালে: রাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের লড়াই

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

এশিয়া কাপে বাংলাদেশের জন্য চাপ বাড়ছে। পরপর দু’দিনে দু’টি ম্যাচ খেলার ফলে বিশ্রামের সুযোগ কম। ভারত ম্যাচ শেষ হতেই বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় টাইগাররা মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচটি সেমিফাইনাল স্বরূপ, ফাইনালে যাওয়ার জন্য দুই দলের জন্যই মুখ্য লড়াই।

পরিসংখ্যান বলছে, ২৫ টি-টোয়েন্টিতে বাংলাদেশ মাত্র ৫ বার পাকিস্তানকে হারাতে পেরেছে। এশিয়া কাপে ১৫ ম্যাচে মাত্র ২ জয়। তবে সাম্প্রতিক ২০২৪ থেকে এই পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৮ ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের জয়-হার সমান—৪টি করে। এই ৮ ম্যাচের মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা এবং হোমে টি-টোয়েন্টি সিরিজ জয় রয়েছে। সাম্প্রতিক এই পারফরম্যান্স পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদিকে সতর্ক করেছে।

শাহিন আফ্রিদি বলেন, “বাংলাদেশ ভালো দল। সুযোগ দেয়ার কোনো প্রশ্নই নেই। শুরুর ধাক্কাটা আমাদেরই দিতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিনই বিভাগে সেরাটা করতে হবে। আমাদের পুরো মনোযোগ বাংলাদেশের বিপক্ষে ম্যাচে।”

যদিও নিজে বর্তমানে সেরা ছন্দে নেই, নতুন বলে নিয়মিত উইকেট নিতে পারছেন না, এবং বাংলাদেশি ব্যাটারদের কাছে এখন আর আতঙ্ক তৈরি করতে পারছেন না, তবুও তিনি মোটেও চিন্তিত নন। সতীর্থদের অফফর্ম বিষয়েও নিশ্চিন্ত।

শাহিন আরও বলেন, “হ্যারিস বা সাইমের ব্যাটিং নিয়ে যা বলছে সবাই, সেটা ঠিক নয়। সেঞ্চুরি করেছিল লাহোরে। ব্যাটিংয়েই এখন চ্যালেঞ্জ। বোলিংতে তারা করছে। আমি পাকিস্তানের জন্য জীবন দিতে প্রস্তুত।”

সুপার ফোরের এই ম্যাচ দু’দলের জন্য অঘোষিত সেমিফাইনাল। পাকিস্তান এখনও এশিয়া কাপ শিরোপার স্বপ্ন দেখছে। বাংলাদেশও আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় থেকে আত্মবিশ্বাস নিয়ে মুখোমুখি হওয়ার পরিকল্পনা করছে।

তবে ভারতের বিপক্ষে ইনজুরির কারণে খেলা হয়নি ক্যাপ্টেন লিটন দাসকে দেখা যাবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়। মাঠে লড়াই শেষে ফাইনালের পথ প্রসারিত হবে।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে চোর পালাল শিরোনাম পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত শিরোনাম ঝালকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযুক্ত অভিজিতের পিতামাতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শিরোনাম কমলাপুরে যাত্রা হবে স্বস্তির—উদ্বোধনের অপেক্ষায় টিটি পাড়া আন্ডারপাস শিরোনাম রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার শিরোনাম ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’— মেট্রো দুর্ঘটনায় স্তব্ধ এক পরিবার