ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
স্পোর্টস ডেস্ক :
Publish : 12:31 AM, 11 October 2025.
Digital Solutions Ltd

পাকিস্তান অধিনায়ক বলেন : ভারত ক্রিকেটকে ‘অসম্মান’ করছে

Publish : 12:31 AM, 11 October 2025.
পাকিস্তান অধিনায়ক বলেন : ভারত ক্রিকেটকে ‘অসম্মান’ করছে

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

এশিয়া কাপ ২০২৫ এর ফাইনাল শেষে ভারত-পাতিস্তান সম্পর্কের ক্রিকেটীয় উত্তেজনা নতুন বিতর্ক সৃষ্টি করেছে। চ্যাম্পিয়ন হওয়ার পর টিম ইন্ডিয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকৃতি জানিয়েছে। ভারতীয় ক্রিকেটাররা ট্রফি গ্রহণ না করেই মাঠ ত্যাগ করেছেন।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। ভারতের পক্ষের অভিযোগ, এপ্রিলের পহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে। এর জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়; ভারত অপারেশন সিন্দুর এবং পাকিস্তান বুনিয়ানুম মারসুস নামে প্রতিক্রিয়া চালায়।

এই প্রেক্ষাপটে ১৪ সেপ্টেম্বর গ্রুপপর্বে মুখোমুখি খেলার সময় সূর্যকুমার যাদবরা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক করেননি। পরে সংবাদ সম্মেলনে সূর্যকুমার জানান,

“জীবনের কিছু বিষয় স্পোর্টসম্যানশিপের চেয়েও বড়। আমরা পহেলগামের হামলার ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করছি। এই জয় আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করছি।”

ফাইনাল শেষে পাকিস্তান অধিনায়ক আরও অভিযোগ করেছেন, ভারত ক্রিকেটকেই অসম্মান করছে। তিনি বলেন,

“যা এই টুর্নামেন্টে হয়েছে, এটা খুবই হতাশাজনক। তারা মনে করছে হ্যান্ডশেক না করে আমাদের অসম্মান করছে, কিন্তু আসলে তারা ক্রিকেটকেই অসম্মান করছে। যারা ক্রিকেটকে অসম্মান করে, তা তাদেরই ফেরত আসে।”

পাকিস্তান দল ফাইনালে রানার্সআপ হলেও মেডেল গ্রহণ করেছে। অধিনায়ক মন্তব্য করেন,

“ভারত যা করেছে, কোনো ভালো দল তা করে না। ভালো দল আমাদের মতোই ট্রফি নিয়ে ছবি তুলে, হারের পরও মেডেল সংগ্রহ করে। এটা খেলাটার প্রতি অসম্মানজনক আচরণ।”

এই বিতর্কপূর্ণ ঘটনা ক্রিকেটীয় নৈতিকতা এবং দুই দেশের মধ্যে ক্রীড়া সম্পর্কের জন্য নতুন প্রশ্ন উত্থাপন করেছে।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে চোর পালাল শিরোনাম পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত শিরোনাম ঝালকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযুক্ত অভিজিতের পিতামাতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শিরোনাম কমলাপুরে যাত্রা হবে স্বস্তির—উদ্বোধনের অপেক্ষায় টিটি পাড়া আন্ডারপাস শিরোনাম রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার শিরোনাম ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’— মেট্রো দুর্ঘটনায় স্তব্ধ এক পরিবার