ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
স্পোর্টস ডেস্ক :
Publish : 12:04 AM, 12 October 2025.
Digital Solutions Ltd

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ: কোনো ম্যাচ না জিতলেও পাচ্ছে যত টাকা

Publish : 12:04 AM, 12 October 2025.
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ: কোনো ম্যাচ না জিতলেও পাচ্ছে যত টাকা

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

ভারতে আজ (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ভারতের কলকাতা ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল। এর মধ্যে আছে আয়োজক ভারত ও শ্রীলঙ্কা, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।

দ্বিতীয়বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। কলম্বোয় আগামী বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বাংলাদেশ নারী দল। প্রথম রাউন্ডে তারা মোট সাতটি ম্যাচ খেলবে। ২০২২ সালে অভিষেক আসরে পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয় পায় বাংলাদেশ।

এবার গ্রুপ পর্বের সাত ম্যাচে বাংলাদেশ জিতুক বা হারুক, আর্থিকভাবে নিশ্চিতভাবে লাভবান হবে টাইগ্রেসরা। শুধুমাত্র টুর্নামেন্টে অংশগ্রহণের জন্যই বাংলাদেশ নারী দল পাচ্ছে ৩ কোটি ২ লাখ টাকা। এছাড়া প্রতিটি জয় এনে দিলে তারা পাবে ৪১ লাখ ৫৬ হাজার টাকা করে। এই অর্থ দেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসি জানিয়েছে, এবারের বিশ্বকাপের মোট প্রাইজমানি দাঁড়িয়েছে ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা নারী ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য ফাইনালে শিরোপাজয়ী দল পাবে ৫৪ কোটি ২৬ লাখ টাকা, যা ২০২৩ সালের ফিফা নারী বিশ্বকাপজয়ী স্পেনের চেয়ে বেশি।

২০২২ সালের তুলনায় এবারের আসরে প্রাইজমানি বেড়েছে ২৯৭ শতাংশ। এমনকি এই অর্থ ছেলেদের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের (২০২৩) প্রাইজমানির চেয়েও বেশি। আইসিসির আশা, এবারের বিশ্বকাপ নারী ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বাংলাদেশ কতদূর এগোতে পারবে, সেটা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেটভক্তরা। টাইগ্রেসদের পারফরম্যান্স, বিশেষ করে সুকান্তা জ্যোতির নেতৃত্বে দলীয় সমন্বয় ও জয়লাভের সুযোগ, এবারের বিশ্বকাপে আলোচিত বিষয় হতে চলেছে।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে চোর পালাল শিরোনাম পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত শিরোনাম ঝালকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযুক্ত অভিজিতের পিতামাতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শিরোনাম কমলাপুরে যাত্রা হবে স্বস্তির—উদ্বোধনের অপেক্ষায় টিটি পাড়া আন্ডারপাস শিরোনাম রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার শিরোনাম ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’— মেট্রো দুর্ঘটনায় স্তব্ধ এক পরিবার