ছবি সংগৃহীত
২৪ ঘণ্টার মধ্যে আফগানিস্তানকে দুবার হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ শারজায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়েছে জাকের আলীর দল।
বাংলাদেশ আগে কখনো আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করতে পারেনি। তবে এই সিরিজে টানা দুই জয়ে মোমেন্টাম ধরে রাখতে প্রস্তুত দল। আফগানিস্তান তৃতীয় ম্যাচে ধবলধোলাই এড়াতে মরিয়া।
সিরিজের প্রথম দুই ম্যাচেই রান তাড়ায় শঙ্কা জাগিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে অধিনায়ক জাকের আলীর নড়বড়ে ফর্মে হলেও কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান চাপের মুখে দারুণ ব্যাটিং করে দলকে জিতিয়েছেন।
বোলাররা তাদের কাজ যথাযথভাবে করেছেন। তবে কোচ ফিল সিমন্স বলেছেন, টপ ও মিডল অর্ডারে সাইফ হাসান ছাড়া ধারাবাহিক কোনো ব্যাটার নেই। তাই আজ ব্যাটিংয়ে উন্নতি আনার তাড়া রয়েছেই।
সিমন্স জাকের আলীর নড়বড়ে ফর্ম নিয়ে চিন্তার কোনো কারণ দেখাননি। আগের ম্যাচে ২৫ বলে ৩৩ রান ও দুই ছক্কা হাঁকিয়ে ছন্দে ফেরার আভাস দিয়েছেন জাকের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাত ইনিংস ও ৮৬ বল পর ছক্কা হাঁকানো জাকের আজ আরও ভালো করার সম্ভাবনা রাখছেন বলে মনে করেন কোচ।
বাংলাদেশের এই সিরিজ জয় আফগানদের বিরুদ্ধে তাদের মুখোমুখি লড়াইয়ে আধিপত্য প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ। আজ শেষ ম্যাচে জয় পেলে, আফগানদের বিপক্ষে প্রথমবার হোয়াইটওয়াশ করবে টাইগাররা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News