ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
স্পোর্টস ডেস্ক :
Publish : 12:09 AM, 09 October 2025.
Digital Solutions Ltd

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে মিশনে টাইগারদের সম্ভাব্য একাদশ

Publish : 12:09 AM, 09 October 2025.
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে মিশনে টাইগারদের সম্ভাব্য একাদশ

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টির ব্যস্ত সূচি শেষে ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ (বুধবার) আবুধাবিতে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলার আশা টিকিয়ে রাখতে হলে এই সিরিজে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

সিরিজ শুরুর আগে দলে এসেছে কিছু পরিবর্তন ও নতুন মুখ। দীর্ঘদিন ধরে পারফরম্যান্সে ধারাবাহিকতা দেখানো ব্যাটার সাইফ হাসান আজই ওয়ানডে অভিষেক করতে যাচ্ছেন বলে নিশ্চিত সূত্র জানিয়েছে। সবকিছু ঠিক থাকলে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি গড়বেন এই ডানহাতি ব্যাটার।

এশিয়া কাপে দলীয় সফলতা ও সাম্প্রতিক টি-টোয়েন্টি হোয়াইটওয়াশে নতুন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টাইগার শিবির। টানা জয়ের সুবাদে বদলে গেছে ড্রেসিংরুমের আবহাওয়াও। দলের কোচ ফিল সিমন্স ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়ে রেখেছেন—এই সিরিজে লক্ষ্য শুধুই জয় এবং পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়া।

ওয়ানডে ফরম্যাটে ফেরায় টিম ম্যানেজমেন্টকেও পরিবর্তন আনতে হচ্ছে কৌশলে। তিন মাস ধরে টানা ১৭টি টি-টোয়েন্টি খেলার পর এবার মানিয়ে নিতে হচ্ছে পঞ্চাশ ওভারের খেলায়। ব্যাটিং অর্ডারে আগের মতোই থাকছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। ফিট থাকলে হৃদয়কেও দেখা যাবে মূল একাদশে।

উইকেটরক্ষকের ভূমিকায় থাকছেন নুরুল হাসান সোহান—এমনটাই জানিয়েছেন অধিনায়ক মিরাজ সংবাদ সম্মেলনে। ফলে একাদশে জায়গা হারাতে পারেন জাকের আলী অনিক। আর ৭ নম্বরে খেলবেন শামীম হোসেন পাটোয়ারী।

বোলিং ইউনিটে তিন পেসারের সঙ্গে থাকবেন একজন স্পিনার। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ, সঙ্গে থাকবেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। একমাত্র স্পিন পজিশনের জন্য লড়াই হবে তানভীর ইসলাম ও রিশাদ হোসেনের মধ্যে।

অন্যদিকে আফগানিস্তানও এই সিরিজে মরিয়া ঘুরে দাঁড়াতে। অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির নেতৃত্বে তারা চাইবে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি সিরিজের ব্যর্থতা পেছনে ফেলে নতুনভাবে শুরু করতে।

🔹 বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম/রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আবুধাবির আকাশ পরিষ্কার থাকলে আজ দেখা মিলতে পারে এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ের। নতুন রূপে, নতুন সম্ভাবনায় মাঠে নামছে বাংলাদেশ।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে চোর পালাল শিরোনাম পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত শিরোনাম ঝালকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযুক্ত অভিজিতের পিতামাতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শিরোনাম কমলাপুরে যাত্রা হবে স্বস্তির—উদ্বোধনের অপেক্ষায় টিটি পাড়া আন্ডারপাস শিরোনাম রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার শিরোনাম ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’— মেট্রো দুর্ঘটনায় স্তব্ধ এক পরিবার