ছবি সংগৃহীত
অস্ট্রেলিয়া সফরের আগে মুম্বাইয়ের শিবাজি পার্কে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। প্রায় দুই ঘণ্টা চলা অনুশীলন সেশনে নিজের জন্যই বিপত্তি ডেকে আনেন রোহিত—তিনি নিজের ৬ কোটি ২৭ লাখ টাকা দামের লাল ল্যাম্বরগিনি গাড়ি ভেঙে ফেলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অনুশীলন চলাকালে কিছু ভুল কৌশলে বল ল্যাম্বরগিনিতে লাগে। ভিডিও ধারণ করা ভক্তরা মন্তব্য করেছেন, “আরে রোহিত, এটা কী করলেন! নিজের গাড়ি ভেঙে ফেললেন!”
অনুশীলনে রোহিতের সঙ্গে ছিলেন মুম্বাইয়ের তরুণ কিছু বোলার। তিনি দুটি আলাদা ব্যাটিং নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। তাঁর পরিচিত শট—পুল, কাট, ইনসাইড-আউট ড্রাইভ—সবই নিখুঁত টাইমিংয়ে ছিল। পেস ও স্পিন বোলিংয়ের বিপক্ষে রোহিত খেলেছেন চোখ ধাঁধানো শট, বিশেষ মনোযোগ দিয়েছেন সুইপ ও স্লগ সুইপ শটে।
রোহিত এই ল্যাম্বরগিনি গাড়িটি চলতি বছরের মাঝামাঝিতে সংগ্রহ করেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, এর আগেও এত দামী গাড়ি ব্যবহার করেননি তিনি।
৩৮ বছর বয়সী রোহিত সর্বশেষ ভারতের হয়ে খেলেছেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে, যেখানে ভারত টানা দ্বিতীয় আইসিসি শিরোপা জেতে। ওয়ানডে দলের অধিনায়কত্ব এখন শুভমন গিলের হাতে, তবে রোহিত আবার ওয়ানডে সিরিজে ফিরছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ১৯ অক্টোবর পার্থে শুরু হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News