ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
স্পোর্টস ডেস্ক :
Publish : 01:32 AM, 22 October 2025.
Digital Solutions Ltd

১৩ কোটি টাকার দুই টার্ফ উদ্বোধন, ফিফা সেন্টার নিয়ে আশাবাদী ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

Publish : 01:32 AM, 22 October 2025.
১৩ কোটি টাকার দুই টার্ফ উদ্বোধন, ফিফা সেন্টার নিয়ে আশাবাদী ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশের ফুটবলে আধুনিকতার আরেক ধাপ— ফিফার অর্থায়নে নির্মিত ১৩ কোটি টাকার দুটি কৃত্রিম টার্ফ উদ্বোধন করা হয়েছে ঢাকায়। মঙ্গলবার সকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কমলাপুর স্টেডিয়ামের টার্ফ উদ্বোধন করেন, আর দুপুরে বাফুফে ভবনের টার্ফ উদ্বোধন করেন ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল।

তাবিথ আউয়াল জানান, ফিফার সহায়তায় এই দুটি মাঠ সংস্কারে ব্যয় হয়েছে প্রায় ১.৩ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা। ফিফা স্বীকৃত প্রতিষ্ঠান গ্রিনফিল্ড কাজটির তত্ত্বাবধানে ছিল এবং বাফুফে কেবল স্থানীয় লজিস্টিক সাপোর্ট দিয়েছে।

“২০২৪ সালের ১৭ ডিসেম্বর কাজ শুরু হয়, আজ ১৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। এই টার্ফের মেয়াদ ১৫ বছর,” — বলেন বাফুফে সভাপতি।

দুটি টার্ফ সচল হওয়ায় ঘরোয়া ফুটবলসহ বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। তাবিথ আউয়াল বলেন,

“এখন অনেক আন্তর্জাতিক ম্যাচ টার্ফে হয়। আমরা জাতীয় অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ এবং প্রথম বিভাগ ফুটবলের কিছু ম্যাচ এখানেই আয়োজন করব।”

তবে মাঠ ব্যবস্থাপনা নিয়ে এখনো কিছু কাজ বাকি। গ্রাউন্ডস কমিটি এখনো গঠিত হয়নি। সভাপতি জানান,

“টার্ফসহ ফুটসাল, বিচ— সব ধরনের মাঠের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা কমিটি করার বিষয়টি সভায় আলোচনা হবে।”

ফিফা প্রথম ধাপে বাফুফেকে ৮ লাখ ২০ হাজার ডলার এবং পরে অবকাঠামো উন্নয়নের জন্য আরও ২ লাখ ৩০ হাজার ডলার বরাদ্দ দেয়। উন্নয়নশীল দেশগুলোর ফুটবল অবকাঠামো উন্নয়নে ফিফার এ সহায়তা নিয়মিতভাবেই চলে আসছে।

ফিফা টেকনিক্যাল সেন্টার নিয়ে আশাবাদ

কক্সবাজারের রামুতে ফিফা টেকনিক্যাল সেন্টার নির্মাণে ফিফা অর্থায়ন করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকারের পক্ষ থেকে জমি বরাদ্দের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

“১৫ একর জমি চূড়ান্ত হয়েছে, এখন ভূমি মন্ত্রণালয়ে প্রক্রিয়া চলছে। নভেম্বরের মধ্যেই লিজ চুক্তি সম্পন্ন হবে বলে আশা করছি। ফিফার ফান্ড হারানোর আশঙ্কা নেই,” — বলেন উপদেষ্টা।

বাফুফের পরবর্তী উন্নয়ন প্রকল্পের জন্য ২৫ বছরের লিজকৃত জমি নিশ্চিত করা বাধ্যতামূলক। নভেম্বরের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন হলে ফিফার সহায়তা ধরে রাখা সম্ভব হবে বলে আশাবাদী ফেডারেশন কর্মকর্তারা।

নতুন টার্ফ ও আসন্ন টেকনিক্যাল সেন্টার— দুটোই বাংলাদেশের ফুটবলে অবকাঠামোগত উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করেছে। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা বলছেন,

“মাঠ থাকলে খেলা ফেরে, আর খেলা ফিরলে ফুটবলও জেগে ওঠে।”

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে চোর পালাল শিরোনাম পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত শিরোনাম ঝালকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযুক্ত অভিজিতের পিতামাতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শিরোনাম কমলাপুরে যাত্রা হবে স্বস্তির—উদ্বোধনের অপেক্ষায় টিটি পাড়া আন্ডারপাস শিরোনাম রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার শিরোনাম ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’— মেট্রো দুর্ঘটনায় স্তব্ধ এক পরিবার