ছবি সংগৃহীত
ইউরোপের প্রথম দল হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। মঙ্গলবার রাতে লাটভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে ইংলিশরা গ্রুপের শীর্ষে থেকে বাছাই পর্বে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে।
ম্যাচে দুইটি গোল করেন অধিনায়ক হ্যারি কেইন, এছাড়া একটি করে গোল করেন অ্যান্থনি গর্ডন ও এবেরেচি এজে, এবং একটি গোল আসে লাটভিয়ার ম্যাক্সিমস টনিশেভসের আত্মঘাতি অবদানে। স্বাগতিকরা কোনো গোল করতে পারেনি।
এবারের বাছাইপর্বে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট অর্জন করেছে ইংল্যান্ড। এর ফলে তারা ইউরোপের ১৬টি বিশ্বকাপ আসনের মধ্যে প্রথম দল হিসেবে টিকিট কেটে ফেলেছে। কোচ থমাস টুখেল ম্যাচের পর বলেন, “সর্বোচ্চ পারফরম্যান্স, সর্বোচ্চ ফল, ৬ ম্যাচে সবকটিতে ক্লিনশিট। দুর্দান্ত, ড্রেসিংরুমে দারুণ আবহ চলছে। আমরা মাঠে হাই প্রেস এবং শারিরীকভাবে লড়েছি।”
অধিনায়ক হ্যারি কেইন বলেন, “নিজের সেরা ফর্মে আছি। পিচে কেমন অনুভব করছি তা গুরুত্বপূর্ণ। আশা করি এটা চালিয়ে যেতে পারব।” ইংল্যান্ড ২০০৯ সাল থেকে বাছাইপর্বে অপরাজিত, এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সহ তারা ২০১৫ সাল থেকে ৫৭ ম্যাচে হারেনি।
নভেম্বরে ইংল্যান্ড সার্বিয়া ও আলবেনিয়ার সঙ্গে বাছাইপর্বের শেষ দুই ম্যাচ খেলবে। বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় দল উচ্ছ্বসিত এবং পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুত।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News