ছবি সংগ্রহীত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বহির্বিভাগের রোগীদের দুর্ভোগ লাঘব এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চালু হয়েছে অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা।
শনিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এই সেবার উদ্বোধন করেন। তিনি জানান, রোগীদের সেবার মানোন্নয়ন এবং গবেষণাকে বেগবান করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোগীরা বিএসএমএমইউর ওয়েবসাইটে (www.bsmmu.ac.bd) গিয়ে অনলাইনে অ্যাপয়েনমেন্ট নিতে পারবেন, ফলে বহির্বিভাগে লাইনে দাঁড়িয়ে টিকেট নেওয়ার ঝামেলা এড়ানো সম্ভব হবে।
উপাচার্য বলেন, "এটি শুধুমাত্র সময় সাশ্রয় নয়, বরং চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি আরও জানান, এই উদ্যোগ রোগীদের তথ্য সংরক্ষণ ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতারসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News