ছবি সংগ্রহীত
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশকে পুনর্গঠনের পথে এগিয়ে নিচ্ছেন। যুক্তরাজ্যভিত্তিক দ্য গার্ডিয়ানের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনার শাসনামলের ধ্বংসযজ্ঞ ও অধ্যাপক ইউনূসের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা।
গত বছর ৫ আগস্ট ছাত্রদের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা, যা তার ১৫ বছরের শাসনের সমাপ্তি টানে। এরপরই দেশে ফেরেন অধ্যাপক ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দায়িত্ব নেন। “শেখ হাসিনার শাসন দেশটিকে ধ্বংস করে দিয়েছে। আমাদের নতুন করে সবকিছু গড়ে তুলতে হচ্ছে।”
অধ্যাপক ইউনূসের নেতৃত্বে প্রশাসনিক ও বিচারিক সংস্কার চালানো হচ্ছে। মানবাধিকার লঙ্ঘনের জন্য দোষীদের বিচারের আওতায় আনা হচ্ছে। পাশাপাশি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। “এই সরকার কেবলই অন্তর্বর্তীকালীন। যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করতে হবে।”
বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে কাজ করছেন ইউনূস। পাচার হওয়া ১৭ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ পুনরুদ্ধারে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের আর্থিক কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে সরকার। এদিকে, ইলন মাস্কের স্টারলিংক প্রকল্প বাংলাদেশে আনার বিষয়ে আলোচনা চলছে। “বাংলাদেশকে বিশ্ব অর্থনীতির নতুন বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।”
বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর। অধ্যাপক ইউনূস কি তার প্রতিশ্রুতি রাখতে পারবেন? তা দেখার অপেক্ষায় দেশবাসী।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News