ছবি সংগ্রহীত
ফরিদপুরের চরভদ্রাসনে এক আলোচনা সভায় কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) শহিদুল ইসলাম ওরফে বাবুল বলেছেন, ‘প্রয়োজনে লড়াই করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবো।’ তিনি দাবি করেন, বর্তমান সরকার নতুন করে ‘ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র’ করছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
গতকাল মঙ্গলবার গাজিরটেক ইউনিয়নের বেপারী বাড়িতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘মনে রাখবেন ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। ওয়ান ইলেভেন থেকে শুরু হওয়া এই ষড়যন্ত্র এখনো চলছে। বিএনপি নির্বাচনে ক্ষমতায় আসবে, তাই নানান অজুহাতে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হচ্ছে। এসব ছলচাতুরি আর চলবে না।’
শহিদুল ইসলাম আরও বলেন, ‘আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যেমন লড়াই করেছি, তেমনই আবারও প্রয়োজনে লড়াই করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আব্দুর রহিম কল্যাণ ট্রাস্টের পরিচালক মোস্তফা কবির। আয়োজক ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর কবির। এছাড়া বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সদস্য সচিব শফিকুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া প্রমুখ।
পরে অনুষ্ঠানে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News