ঢাকা, ০৩ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 02:29 AM, 19 March 2025.
Digital Solutions Ltd

হামজাকে নিয়ে মাশরাফির বিশেষ বার্তা

Publish : 02:29 AM, 19 March 2025.
হামজাকে নিয়ে মাশরাফির বিশেষ বার্তা

হামজাকে নিয়ে মাশরাফির বিশেষ বার্তাঃ ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

বাংলাদেশ ফুটবলে নতুন আলো ছড়াতে দেশে ফিরেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। তার আগমন ঘিরে সমর্থকদের মধ্যে সৃষ্টি হয়েছে উচ্ছ্বাসের জোয়ার। লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় থাকা এই ফুটবলারকে শুভেচ্ছা জানাচ্ছেন ক্রীড়াঙ্গনের নানা ব্যক্তি। এবার শুভকামনা জানালেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে মাশরাফি লেখেন, ‘বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগত হামজা দেওয়ান চৌধুরী। আপনার আগমনে প্রথম প্রেমের সেই রোমাঞ্চ যেন আবার টের পাচ্ছি, যে প্রেমের নাম ফুটবল! আমাদের ছেলেবেলায়, শৈশব-কৈশোরে ফুটবল ঘিরে যে উন্মাদনা ছিল, কয়েক দিন ধরে বাংলাদেশের ফুটবলে যেন সেই দিনগুলোই ফিরে এসেছে।’

হামজার দেশের হয়ে খেলার সিদ্ধান্তকে বড় অর্জন হিসেবে দেখছেন মাশরাফি। তিনি বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার আমাদের জাতীয় দলে খেলবেন, লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের ম্যাচে তার নামের পাশে বাংলাদেশের নাম উচ্চারিত হবে—এটি নিঃসন্দেহে দেশের ফুটবলের জন্য গর্বের বিষয়।’

তবে তিনি রাতারাতি ফুটবলে পরিবর্তনের আশা করছেন না। বাস্তবতার দিকে ইঙ্গিত করে মাশরাফি লিখেছেন, ‘আপনি এসেই জাদুকরী কিছু করে রাতারাতি দেশের ফুটবল বদলে দেবেন, এমন প্রত্যাশা আমার নেই। মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের গুরুত্ব আমি জানি। তবে আশা করব, আপনার উপস্থিতিতে দেশের ফুটবলে নতুন প্রাণ সঞ্চার হবে। শিশু-কিশোররা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে, বাংলাদেশের ফুটবল নিয়ে নতুন প্রজন্ম আগ্রহী হবে।’

দেশের ফুটবলের উন্নয়নে প্রবাসী ফুটবলারদের ভূমিকার প্রশংসা করেছেন মাশরাফি। তিনি লিখেছেন, ‘জামাল ভূঁইয়া, তারেক কাজীসহ যারা বিদেশ থেকে এসে দেশের ফুটবলকে সমৃদ্ধ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আরও যারা আসবেন, তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা থাকবে। ফুটবল আমাদের প্রাণের খেলা। হামজাকে ঘিরে আমাদের ফুটবলে নতুন দিনের গান বাজছে, যা আমাদের মনেও নতুন স্বপ্নের দোলা দিচ্ছে।’

সবশেষে ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচ ও ভবিষ্যৎ পথচলার জন্য হামজা চৌধুরী ও বাংলাদেশ ফুটবল দলের প্রতি শুভকামনা জানিয়েছেন মাশরাফি।

 

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা