ঢাকা, ০৩ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 12:12 AM, 20 March 2025.
Digital Solutions Ltd

বন্যার্তদের সাহায্যে আর্জেন্টিনা দলের মানবিক উদ্যোগ

Publish : 12:12 AM, 20 March 2025.
বন্যার্তদের সাহায্যে আর্জেন্টিনা দলের মানবিক উদ্যোগ

বন্যার্তদের সাহায্যে আর্জেন্টিনা দলের মানবিক উদ্যোগঃ ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচের মাঝে আরও একটি বিশেষ ম্যাচ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। দেশটির বাহিয়া ব্লাঙ্কা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য চ্যারিটি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

আর্জেন্টিনা দল বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতিতে ব্যস্ত। আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে এবং এরপর ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে মুখোমুখি হবে দলটি। তবে এই গুরুত্বপূর্ণ সূচির মধ্যেই দেশবাসীর পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে তারা।

বাহিয়া ব্লাঙ্কায় বন্যাকবলিতদের সহায়তার জন্য অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে একটি চ্যারিটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ স্থানীয় একটি হাসপাতালে দান করা হবে, যা বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ প্রসঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমরা অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলব। এই ম্যাচ থেকে সংগ্রহ করা অর্থ হাসপাতাল পুনর্গঠনে ব্যয় করা হবে।’

এএফএ’র মানবিক উদ্যোগ এখানেই শেষ নয়। বাহিয়া ব্লাঙ্কার বন্যার্তদের পুনর্বাসনের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিশেষ চুক্তি করেছে সংস্থাটি। এএফএ’র সভাপতি ক্লাদিও তাপিয়া ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা দল চলতি বছরে প্রতিবার গোল করলেই বাহিয়া ব্লাঙ্কায় একটি করে ঘর নির্মাণ করবে ওই প্রতিষ্ঠান।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফুটবলপ্রেমীরা। কেবল খেলার মাঠেই নয়, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও এগিয়ে আসার দৃষ্টান্ত স্থাপন করলো আর্জেন্টিনা ফুটবল দল।

 

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা