উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের দোড়গোড়ায় আর্জেন্টিনাঃ ছবি সংগ্রহীত
লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। থিয়াগো আলমাদার একমাত্র গোলে প্রতিপক্ষকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের পথে আরও এগিয়ে গেল স্ক্যালোনির দল।
শনিবার (২২ মার্চ) কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের মাঠে জয় পায় আর্জেন্টিনা। এই জয়ে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। বাছাইপর্বে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে। আর সাত নম্বরে থাকা বলিভিয়ার তুলনায় ১৫ পয়েন্ট এগিয়ে থাকায় পরবর্তী পাঁচ ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে আর্জেন্টিনা।
ম্যাচের ৬৮তম মিনিটে হুলিয়ান আলভারেজের পাস থেকে দূরপাল্লার শটে গোল করেন থিয়াগো আলমাদা। জাতীয় দলের হয়ে এটি তার তৃতীয় গোল। ম্যাচের শুরুতে আরও কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি স্ক্যালোনির দল।
দলের বড় তারকাদের অনুপস্থিতিতে উরুগুয়ের মাঠে পাওয়া জয় আর্জেন্টিনার জন্য দারুণ স্বস্তির। বিশ্বকাপ বাছাইয়ে আগের দেখায় ঘরের মাঠে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছিল তারা। এবার সেই হারের শোধও তুললো আলবিসেলেস্তেরা। তবে ম্যাচের শেষদিকে নিকোলাস গঞ্জালেজ লাল কার্ড দেখায় পরবর্তী ম্যাচে তাকে পাবে না দল।
আগামী ২৬ মার্চ ঐতিহ্যবাহী লাতিন আমেরিকান দ্বৈরথে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে হার এড়াতে পারলেই নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপের টিকিট।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News