ছবি সংগ্রহীত
এক সময়ে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ছিলেন কেইন উইলিয়ামসন। আইপিএলে তার ক্যারিয়ারে আছে অনেক স্মৃতি। তবে এবার আইপিএলের নিলামে তাকে কোন দল কিনেনি। এরপরই পিএসএলে খেলতে যাবেন নিউজিল্যান্ডের এই তারকা। কিন্তু তার আগে, উইলিয়ামসনকে দেখা যাবে আইপিএল এর ধারাভাষ্যকার হিসেবে।
প্রতিযোগিতার সম্প্রচারকারী চ্যানেল গতকাল যে ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে, তাতে উইলিয়নসনের নামও রয়েছে। বিখ্যাত ক্রিকেট বিশেষজ্ঞদের সাথে সঙ্গী হয়ে টেলিভিশনে ম্যাচ বিশ্লেষক হিসেবে উপস্থিত থাকবেন এই সাবেক অধিনায়ক।
এমনকি, আইপিএলে উইলিয়ামসন এখন পর্যন্ত ৭৮ ম্যাচ খেলে ২১২৮ রান করেছেন। তবে ২০২৪ আইপিএল সিজনেই তার অভিষেক হয়েছিল গুজরাট টাইটান্সে, যদিও তার পক্ষে দুই ম্যাচে মাত্র ২৭ রান করার পর ফিরে যেতে হয়।
এবার, তিনি যোগ দিচ্ছেন সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, বীরেন্দর শেবাগ, অনিল কুম্বলে, হরভজন সিংয়ের মতো বিশেষজ্ঞদের তালিকায়।
আইপিএল-এর অষ্টাদশ আসর শুরু হচ্ছে আজ, কলকাতার ইডেন গার্ডেন্সে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News