ছবি সংগ্রহীত
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। সাভারের বিকেএসপিতে সোমবার (২৪ মার্চ) সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি।
বিকেএসপির মাঠে খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরই বুকে তীব্র ব্যথার কারণে তামিম মাঠেই অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে দ্রুত সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
তামিমের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, প্রথমে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, তামিমের অসুস্থতার খবর পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজকে আয়োজন করা ১৯তম বোর্ড সভা স্থগিত করেছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে এখন হাসপাতলে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয় ক্রিকেটের জনপ্রিয় এই খেলোয়াড়ের অসুস্থতার খবরটি পুরো ক্রিকেট জগতকে উদ্বিগ্ন করে তুলেছে, এবং সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News