আইপিএলে ম্যাক্সওয়েল গড়লেন লজ্জাজনক রেকর্ডঃ ছবি সংগ্রহীত
আইপিএলে নতুন লজ্জাজনক রেকর্ড গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল। ২৫ মার্চ, মঙ্গলবার গুজরাট টাইটান্সের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে আইপিএলে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ড নিজের করে নেন এই অস্ট্রেলীয় অলরাউন্ডার।
ম্যাক্সওয়েল এই মৌসুমে পঞ্জাব কিংসের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলেই এলবিডব্লিউ আউট হন। সাই কিশোরের বলে রিভার্স সুইপ করতে গিয়ে তিনি এই আউট হন। এর মাধ্যমে ম্যাক্সওয়েল ১৯টি ডাক মেরে আইপিএলে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ডটি এককভাবে নিজের করে নেন। এর আগে রোহিত শর্মা ও দীনেশ কার্তিকের সাথে যৌথভাবে এই রেকর্ডটি ছিল তার।
এদিকে, আইপিএলে গত আসর ম্যাক্সওয়েলের জন্য তেমন ভালো যায়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচে মাত্র ৫২ রান করেন তিনি, যার ফলে বেঙ্গালুরু তাকে ছেড়ে দেয়। তবে, এবার পঞ্জাব কিংস তাকে ৪ কোটি ৮০ লাখ রুপিতে নিলামে কিনে নেয়। কিন্তু নতুন দলে এসে তার শুরুটা মোটেও ভালো হয়নি।
ম্যাক্সওয়েলের এমন পারফরম্যান্সের পর, এই অস্ট্রেলীয় অলরাউন্ডারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News