ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 11:44 PM, 26 March 2025.
Digital Solutions Ltd

সুন্দরবনে বারবার আগুন: পরিবেশের বিপর্যয় ও টেকসই সমাধানের আহ্বান

Publish : 11:44 PM, 26 March 2025.
সুন্দরবনে বারবার আগুন: পরিবেশের বিপর্যয় ও টেকসই সমাধানের আহ্বান

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে গত ২৩ বছরে ৩০ বার আগুন লাগার ঘটনা ঘটেছে, যা শুধু বনভূমির জন্য নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্যও এক বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। বারবার আগুনের কারণে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য ও বন্যপ্রাণী হুমকির মুখে পড়ছে। তাই এখন সময় এসেছে কার্যকরী আইন ও ব্যবস্থা গ্রহণের, যা পরিবেশ রক্ষার পাশাপাশি বনকে বিপর্যয় থেকে রক্ষা করবে।

সুন্দরবন, যেটি ঝড় ও জলোচ্ছ্বাসের তাণ্ডব থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করে, প্রতিনিয়ত আগুনে পুড়ে যাচ্ছে। গত ২৩ বছরে এর পূর্ব বিভাগে ৩০ বার আগুন লাগার ঘটনা ঘটেছে। বনবিভাগের তথ্য অনুযায়ী, প্রতি বছরই এই অগ্নিকাণ্ডের ঘটনায় হাজার হাজার একর বনভূমি পুড়ে যাচ্ছে, যা বনজীবী ও বন্যপ্রাণীর জন্য এক বড় সংকট।

সুন্দরবনে এই আগুন লাগার পেছনে রয়েছে নানা কারণ। স্থানীয়দের অভিযোগ, অসাধু মৎস্যজীবীরা বনে প্রবেশ করে আগুন দেন, বিশেষ করে মাছ ধরার জন্য। বেশিরভাগ সময়ই তারা কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে মাছ ধরে, যা পরে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া, বন বিভাগের অবহেলা এবং তদন্ত কমিটির সুপারিশের বাস্তবায়ন না হওয়াও এই অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তির অন্যতম কারণ।

এলাকাবাসীরা জানাচ্ছেন, জেলেরা বিশেষ করে ভাদ্র-আশ্বিন মাসে মাছ ধরতে গিয়ে এই ধরনের আগুন জ্বালিয়ে রাখে। এ কারণে সুন্দরবনে বহু বন্যপ্রাণী যেমন হরিণ, বাঘ ও সাপ আটকা পড়ে মারা যায়।

বন রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন। খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবু বক্কর জামান বলেন, “সুন্দরবনের চারপাশের নদী ও খালগুলো খনন করতে হবে, যাতে ভাটার সময়ও পানি পাওয়া যায়। এতে অগ্নিকাণ্ড ঘটলে দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।”

ড. শেখ ফরিদুল ইসলাম, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, বলেন, "সুন্দরবনে অবাধ যাতায়াত বন্ধ এবং চোরা শিকারি ও অসাধু মৎস্যজীবীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা উচিত। পাশাপাশি, ড্রোন প্রযুক্তি ব্যবহার করে নজরদারি বাড়াতে হবে।"

সুন্দরবন রক্ষায় আমাদের কার্যকরী পদক্ষেপ নিতে হবে, যাতে এই ঐতিহ্যবাহী বনভূমি এবং এর বন্যপ্রাণী ভবিষ্যত প্রজন্মের জন্য রক্ষা করা যায়। বন বিভাগও আশ্বাস দিয়েছে, যে তারা প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা