ছবি সংগ্রহীত
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে ব্যবসায়ী সৌরভ বশারের ৮ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার, ২৬ মার্চ রাতে সৌরভ বশার বাউফল থানায় এই অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত দুই ব্যক্তি হলেন আদাবাড়িয়া ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিমন সিকদার এবং সাধারণ সম্পাদক লিটন খন্দকার। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
এজাহারে বলা হয়েছে, বুধবার দুপুর দেড়টার দিকে সৌরভ বশার পেট্রোলবাহী লরি নিয়ে বাউফলের সিদ্দিক বাজার এলাকায় পৌঁছালে, সেখানে উপস্থিত লিটন খন্দকার তার কাছে বাকিতে পেট্রোল চান। সৌরভ বশার অপারগতা জানালে, ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি এসে বলে, “এলাকায় পেট্রোল বিক্রি করতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে।” এরপর তর্ক-বিতর্কের এক পর্যায়ে, ওই ব্যক্তিরা সৌরভ বশারের কাছে থাকা ৮ লাখ ৬৫ হাজার টাকার একটি কালো ব্যাগ ছিনিয়ে নেয়।
এছাড়া, তারা লরির মধ্যে থাকা ৪০০ লিটারের দুটি ব্যারেল পেট্রোল এবং ২৪টি মোবিল জোরপূর্বক নামিয়ে রাখে। বাধা দিতে গেলে, সৌরভ বশারকে এলোপাতাড়ি মারধর করা হয়। তার সঙ্গে থাকা গাড়ির চালক মো. নুর হোসেন এবং সহকারী মো. জনি এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়। পরবর্তীতে সৌরভ ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে।
অভিযুক্ত লিটন খন্দকার এ বিষয়ে দাবি করেছেন, “আমি নিয়মিত সৌরভ বশারের কাছ থেকে পেট্রোল ক্রয় করি। ঘটনার দিনও দুটি ব্যারেল পেট্রোল কিনি, তবে প্রতিটি ব্যারেলে ১২-১৪ লিটার কম ছিল। এ কারণে আমাদের মধ্যে তর্কবিতর্ক হয় এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিমন সিকদার এসে পরিস্থিতি শান্ত করেন। তবে টাকা ছিনতাই বা পেট্রোল নামানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News