ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 01:52 AM, 27 March 2025.
Digital Solutions Ltd

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল: নাড়ির টানে বাড়ি ফিরছে অসংখ্য মানুষ

Publish : 01:52 AM, 27 March 2025.
ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল: নাড়ির টানে বাড়ি ফিরছে অসংখ্য মানুষ

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানী ঢাকা ও অন্যান্য শহরগুলোতে কাজ এবং পড়াশোনা করা মানুষরা এখন নিজেদের বাড়ির দিকে রওনা দিচ্ছেন। ঈদ উত্সবের জন্য সবাই অপেক্ষা করছে, আর সেই অপেক্ষা শেষ হতে চলেছে। দেশের আনাচে-কানাচে নাড়ির টানে ঘরমুখো মানুষের ঢল দেখা যাচ্ছে।

ঈদে পরিবারের সঙ্গে সময় কাটাতে আর ভালোবাসার মানুষদের সঙ্গে মিলিত হতে, নানা বয়সী মানুষ নানা ধরনের পরিবহণে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুত হচ্ছেন। বিশেষ করে সড়ক, রেলপথ এবং বিমানবন্দরগুলোতে এখন মানুষের ভিড় বাড়ছে। রাজধানী ঢাকা থেকে গ্রামে ফেরার জন্য বাস, ট্রেন এবং লঞ্চে ব্যাপক চাপ লক্ষ্য করা যাচ্ছে।

যারা দীর্ঘদিন ধরে পরিবার থেকে দূরে রয়েছেন, তারা এবারের ঈদে বাড়ি ফেরার জন্য অনেকেই এক্সপ্রেস বাস কিংবা ট্রেনের টিকিট আগে থেকেই বুক করে রেখেছেন। শিডিউল অনুযায়ী সকল পরিবহণ চললেও, ভিড়ের কারণে কখনো কখনো যাত্রা দেরিতে শুরু হচ্ছে। তবে ঈদ উপলক্ষে ভ্রমণের আনন্দও অনেক বড়। বাচ্চারা একে একে গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি, পরিবারের সদস্যরা মিলিত হয়ে ঈদ উদযাপন করবে—এটাই তাদের লক্ষ্য।

রেলওয়ের পক্ষ থেকেও রেলপথে যাত্রীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রেনের সেবার মান বৃদ্ধির জন্য অতিরিক্ত ট্রেন চলাচল করছে। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশও বাড়তি সতর্কতা অবলম্বন করেছে।

তবে রাস্তায় যাত্রা করা কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানাচ্ছেন যাত্রীরা। দীর্ঘ যানজট, সড়কের কষ্টকর অবস্থা—এসব বিষয় নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও, ঈদের আনন্দে এইসব সমস্যা সহ্য করার মানসিকতা অনেকের রয়েছে। নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য সরকারি তৎপরতা বৃদ্ধি পেয়েছে, কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা থেকে সতর্ক থাকার জন্য যাত্রীরা নিজেদের দায়িত্বও পালন করছেন।

ঈদুল ফিতরের আগাম প্রস্তুতিগুলো নানা মহলে আলোচিত হচ্ছে। শহরগুলোতে বাড়ি ফেরার কারণে কিছুটা চাপ বেড়েছে শহরের জনসংখ্যায়, তবে এই চাপ মানুষের মুখে খুশির ঝিলিক ফুটিয়ে তুলছে, কারণ ঈদ মানে শুধু আনন্দ, পরিবারের সঙ্গে মিলন।

এছাড়া, ঢাকায় যারা ঈদ পালন করবেন, তাদের জন্যও শহরকে সাজানোর কাজ চলছে। বিভিন্ন মার্কেটগুলো সাজানো হচ্ছে এবং ঈদের কেনাকাটাও জমে উঠছে। তবে মূল উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছে ঘরমুখী মানুষের ভিড়েই।

এভাবে ঈদ উপলক্ষে নিজের পরিবার এবং পাড়া-প্রতিবেশী নিয়ে আনন্দ উপভোগের পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছেন দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ। তাদের জন্য ঈদ হবে আরও বিশেষ, যখন তারা ফিরে পাবেন তাদের পরিবার, তাদের বাড়ি, তাদের স্বাভাবিক জীবন।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা