ছবি সংগ্রহীত
রায়পুরা, নরসিংদী: অবৈধভাবে সিএনজিচালিত ও বিদ্যুৎচালিত অটোরিকশা থেকে চাঁদা উত্তোলন বন্ধ করতে অভিযান চালিয়েছে রায়পুরা উপজেলা প্রশাসন। স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান শুরু হয়, যাতে প্রশাসন নিশ্চিত করে যে আইনশৃঙ্খলা বজায় রাখা হয় এবং অবৈধ চাঁদাবাজি বন্ধ হয়।
শুক্রবার (২৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয় উপজেলার শ্রীরামপুর রেলগেইট, শ্রীরামপুর বাজার, রায়পুরা বাজার এবং পান্থশালা ফেরিঘাট এলাকায়। অভিযানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, পৌর প্রশাসক ও পুলিশ প্রশাসন।
এছাড়া, ঈদ যাত্রাকে সামনে রেখে সড়ক আইনশৃঙ্খলা রক্ষার জন্য রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর এলাকায় অবৈধ সিএনজিচালিত অটো স্ট্যান্ড অপসারণ করা হয়েছে। অভিযানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে একটি দোকান মালিককে, যিনি ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টি করেছিলেন।
এ অভিযানগুলো স্থানীয় জনগণের জন্য নিশ্চিন্ত যাত্রা নিশ্চিত করতে সহায়ক হবে, বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News