বাইসাইকেলে ছিট কাপড় বিক্রি করে সংসার চালাচ্ছেন রাবেয়াঃ ছবি সংগ্রহীত
গ্রামীণ জীবনের সংগ্রামী এক চিত্র, যেখানে স্বপ্ন আর সংগ্রাম মিলেমিশে একাকার। এটি রাবেয়া খাতুনের জীবনের গল্প, যিনি সারাদিন বাইসাইকেলে ঘুরে ঘুরে ছিট কাপড়, মশারি, বাচ্চাদের জামা-প্যান্ট বিক্রি করে সংসার চালাচ্ছেন।
সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা এলাকার বাসিন্দা রাবেয়া খাতুন ৪৫ বছর বয়সী এই নারী দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন গ্রামে ছিট কাপড় ফেরি করে বিক্রি করেন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সাইকেলে এসব সামগ্রী বিক্রি করে তিনি ৪০০ থেকে ৫০০ টাকা আয় করেন। এই আয়েই চলে তার পরিবার, যাদের মধ্যে আছেন তার স্বামী মনি শেখ এবং দুটি সন্তান।
স্বামী মনি শেখ একটি চিত্রশিল্পী, যার আয়ও খুবই সীমিত। পরিবারে দুই সন্তান, একজন মাদরাসায় হেফজ করছে, আর অন্যজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এমন সংসারে রাবেয়ার সংগ্রাম যেন থামছেই না।
"অভাবের সংসার চলাতে অনেক কষ্ট করতে হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত সাইকেলে ঘুরে ছিট কাপড়, মশারি বিক্রি করি। এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমার আয়েই সংসার চলে।"
নিজের খরচের জন্য নিজের উপার্জনই নির্ভরযোগ্য একমাত্র উৎস। "স্বাস্থ্যগত সমস্যার জন্য খরচ করতে হয়, কিন্তু তাও আমি কারও কাছে হাত পাতি না। নিজের রোজগারে সংসার চালাই," বলেন রাবেয়া। গ্রামবাসীরা তার পরিশ্রম ও সংকল্পের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। পিষুস কান্তি বিশ্বাস বলেন, "রাবেয়ার সংগ্রাম দেখে খুব খারাপ লাগে, তবে আমাদের কিছু করার নেই।" মিরন শেখ, আগদিয়া গ্রামের এক বাসিন্দা বলেন, "রাবেয়া খুব ভালো মানুষ। গ্রামের মহিলারা প্রায়ই তার কাছ থেকে ছিট কাপড় কিনে থাকে, যা তারা সহজে কিনতে পারে।"
এমন সংগ্রামী জীবন যাপনকারী রাবেয়া খাতুন আমাদের শেখায় কিভাবে সাহস, পরিশ্রম, এবং স্বাবলম্বিতার মাধ্যমে জীবনের প্রতিবন্ধকতাকে জয় করা সম্ভব।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News