বরগুনায় বাসচাপায় নিহত তিন ভাইঃ ছবি সংগ্রহীত
বরগুনার পাথরঘাটা উপজেলায় পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের সোনারবাংলা এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় তিন ভাই নিহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) সকালে ঘটে এ ভয়াবহ দুর্ঘটনা। নিহতরা হচ্ছেন, মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ, মো. শান্ত ও মো. নাদিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাথরঘাটা থেকে ঢাকা যাচ্ছিল রাজিব পরিবহনের একটি বাস। সোনারবাংলা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। তাদের সবাই আপন ভাই ছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। তবে বাসের চালক ও সহযোগী দুর্ঘটনার পর পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ জানায়, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও তার সহযোগীকে আটক করতে অভিযান চলছে।
এই দুর্ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত তিন ভাইয়ের পরিবারের সদস্যরা শোকে স্তম্ভিত। পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় পাথরঘাটা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সড়কে আরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার চেষ্টা করা হবে যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News