ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় মদের বিশাল চালান জব্দঃ ছবি সংগ্রহীত
আজ ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়াড়া এলাকা থেকে সেনাবাহিনী বিপুল পরিমাণ ভারতীয় মদসহ একটি পিকআপভ্যান জব্দ করেছে। এ ঘটনায় জব্দ করা মদের আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।
সেনাবাহিনীর ৩৩ বীরের ক্যাপ্টেন আমিনের নেতৃত্বে এক অভিযান চালিয়ে শনিবার (২৯ মার্চ) সকালে এই মাদক চালানটি উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফফর হোসেন জানান, সেনাবাহিনীর একটি দল শহরের কাউলতলী এলাকায় একটি পিকআপভ্যানকে থামার সংকেত দেয়। কিন্তু পিকআপভ্যানটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে, সেনাবাহিনী তাদের ধাওয়া করে। পরে দাতিয়ারা ফারুকীপাড়া এলাকা থেকে পিকআপভ্যানটি আটক করা হয়, তবে চালক ও হেল্পার পালিয়ে যান।
তল্লাশি করে পিকআপভ্যানে ভারতীয় মদের এক হাজার ৪৮০ বোতল উদ্ধার করা হয়। এসব মদের মধ্যে রয়েছে 'অফিসার চয়েস ব্লু', 'ওল্ড মাঙ্ক', 'এসি ব্ল্যাক', 'আইস বটকা' এবং 'ম্যাজিক মোমেন্ট'সহ বিভিন্ন ব্র্যান্ড। অথচ, যেই পিকআপভ্যানে মাদক পাচারের চেষ্টা চলছিল, সেটির পেছনে লেখা ছিল “মাদককে না বলুন।”
এ ঘটনায় পিকআপভ্যানটিও জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নিতে কাজ চলছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News