ছবি সংগ্রহীত
নাটোরে জেলা প্রশাসকের পুরোনো বাংলোর ভেতরে পাওয়া গেল বিপুল পরিমাণ সিলমারা ব্যালট পেপার, যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। শহরের কান্দিভিটুয়া এলাকায় শনিবার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের পুরোনো বাংলোর বাঁশঝাড়ের নিচে মাটির নিচে পুঁতে রাখা এসব ব্যালট পেপার উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে জানা গেছে, উদ্ধার হওয়া বেশিরভাগ ব্যালট পেপার নাটোর (লালপুর-বাগাতিপাড়া) আসনের, যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত হয়েছে। বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে, কেন এত বিপুল পরিমাণ ব্যালট পেপার পুরোনো বাংলোর ভেতর রাখা হয়েছিল?
এদিকে, গতকাল বিকেলে একই বাংলোর পুকুর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পুকুর থেকে অস্ত্র উদ্ধারের পরবর্তী দিনই ব্যালট পেপারগুলো গোয়েন্দা সংস্থার নজরে আসে, পরে পুলিশ ও সেনাবাহিনীর সাহায্যে বিপুল পরিমাণ ব্যালট পেপার উদ্ধার করা হয়।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল ইসলাম জানান, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এসব ব্যালট পেপার ট্রেজারিতে রাখা হয়েছিল। পরে উপজেলা পরিষদের নির্বাচনের সময় স্থান সংকুলানের জন্য সেগুলো পুরোনো বাংলোতে রাখা হয়। তবে, কে বা কারা এসব ব্যালট পেপার নষ্ট করেছে, তা জানা যায়নি।
এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। এ ধরনের পরিস্থিতি স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি নতুন প্রশ্ন তুলেছে, এবং আগামী নির্বাচনে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News