ছবি সংগ্রহীত
শরীয়তপুরের জাজিরায় স্থানীয় দেলোয়ার মাদবরের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে, দেলোয়ার মাদবর বিএনপির ব্যানার-ফেস্টুন টানিয়ে একটি জমি দখল করার চেষ্টা করছেন, যেটি নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সম্পর্কে ৩৩ নং উত্তর বাইকশা মৌজার এসএ ৫২ নং খতিয়ানে ৫১১ নং দাগ এবং বিআরএস ২১৩, ১৪ নং খতিয়ানে ৫৭৭, ৫৭৮ নং দাগে ২০ শতাংশ জমি শাহাবুদ্দিন মাদবরের। তবে, দেলোয়ার মাদবর ভুয়া দলিল করে এই জমি দখল করতে চাচ্ছেন। এ বিষয়ে শাহাবুদ্দিন মাদবর গত ২০ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এর পর ২৪ ফেব্রুয়ারি আদালত জমির শ্রেণি পরিবর্তন না হওয়ার জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪/১৪৫ ধারা জারি করে। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে দেলোয়ার মাদবর জমির মাটি কেটে ঘর উত্তোলনের চেষ্টা করছেন।
এলাকাবাসী অভিযোগ করছেন যে, দেলোয়ার মাদবর রাজনৈতিক প্রভাব ব্যবহার করে জমি দখলের চেষ্টা করছেন। তারা বলেন, “তিনি বিভিন্ন জায়গায় টাকা দিয়ে লোকজনকে ম্যানেজ করেছেন, তাই তার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারছেন না।”
এদিকে, জাজিরা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাচ্চু সরদার জানান, দেলোয়ার মাদবর জমি দখল করতে পারছেন না, কারণ তিনি কোনো সঠিক দলিল-প্রমাণ দেখাতে পারেননি। তিনি জানান, দেলোয়ার মাদবর জমি দখল করতে ৫ থেকে ৭টি সালিশের পরও কোনো নিয়ম মেনে চলছেন না।
এ বিষয়ে দেলোয়ার মাদবর জানান, তার কাছে জমির সঠিক দলিল রয়েছে এবং তিনি বিএনপির কোনো পদে নেই। তবে, তিনি বিএনপির নেতাদের সঙ্গে ছবি তুলে ব্যানার-ফেস্টুন টানিয়েছেন। তিনি আরও দাবি করেছেন যে, জমি তার পুরোনো পরিবার থেকে এসেছে এবং তার দলিল সঠিক।
এই পরিস্থিতিতে, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ জানান, ওই জমিতে আদালতের ১৪৪/১৪৫ ধারা জারি রয়েছে। তিনি বলেন, পুলিশ এর ওপর তৎপর রয়েছে এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং জমির দখল নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করা নিয়ে প্রশ্ন উঠেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News