সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিলঃ ছবি সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা অর্থপাচারের মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় দেন।
আদালত জানায়, হাইকোর্ট যে রায় দিয়েছিল তা পুনর্বিবেচনায় নেয়া হয় এবং আপিল গ্রহণ করে মামলাটি বাতিল করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে চলা এই আলোচিত মামলা থেকে আইনি মুক্তি পেলেন ড. ইউনূস।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের পতনের পর ১১ আগস্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নেয়।
এ বিষয়ে আদালত মন্তব্য করেন, “তৎকালীন সময়ের প্রেক্ষাপটে দুদকের মামলা প্রত্যাহার তড়িঘড়ি ছিল এবং এতে যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ হয়নি।”
ড. ইউনূসের আইনজীবী আদালতে জানান, এই মামলা উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক ছিল। তবে ইউনূস নিজে কখনও মামলা প্রত্যাহারের আবেদন করেননি বরং শুরু থেকেই আইনি লড়াইয়ের পক্ষে ছিলেন।
বিশেষজ্ঞ মহলের মতে, এই রায় শুধু একজন নোবেলজয়ীর আইনি জয় নয়, বরং দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতারও প্রতিফলন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News