ছবি সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের পর তৃতীয় বোর্ড সভায় বসতে যাচ্ছে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আগামীকাল সোমবার (১ জুলাই) বিকেল ৩টায় মিরপুরের বিসিবি ভবনে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন জ্যেষ্ঠ পরিচালক। তিনি জানিয়েছেন, এ সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। বিশেষ করে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনে সময় নির্ধারণ নিয়ে বিস্তৃত আলোচনা হবে বলে জানা গেছে।
সদ্য বিদায়ী টেস্ট সিরিজে শ্রীলঙ্কার কাছে হারের পর নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন। নতুন অধিনায়ক নির্বাচন নিয়েও বোর্ডের এই সভায় প্রাথমিক আলোচনার সম্ভাবনা রয়েছে।
নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশের ক্রিকেট উন্নয়নে তৎপর বুলবুলের নেতৃত্বে এটাই হবে তার তৃতীয় বোর্ড সভা। ক্রিকেটাঙ্গনে ইতিমধ্যে তার নেতৃত্বে গৃহীত কিছু সিদ্ধান্ত নিয়ে আলোচনাও হচ্ছে।
সভায় আরও আলোচনায় আসতে পারে—
এইচপি (হাই পারফরম্যান্স ইউনিট) এবং গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে ক্রিকেটারদের ট্যুর পরিকল্পনা,
আসন্ন আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতি,
বিভাগীয় কাঠামোর উন্নয়ন ও লিগ ব্যবস্থার নতুন রূপরেখা।
এছাড়া বোর্ডের বিভিন্ন কমিটি ও বিভাগের উত্থাপিত প্রস্তাবনাগুলো নিয়েও সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।
বোর্ড সভার আগে সম্ভাব্য এজেন্ডা নিয়ে বিভিন্ন পরিচালকের মধ্যে যোগাযোগ চলছে বলেও জানা গেছে।
প্রসঙ্গত, গত ২৬ জুন বিসিবির সর্বশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজতজয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়।
এ উপলক্ষে সারাদেশে সিক্স–এ–সাইড টুর্নামেন্ট, পেসার ও স্পিনার হান্ট এবং মিডিয়া প্লাজায় ক্রিকেটারদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
তবে সেই অনুষ্ঠানে বিসিবির সাবেক দায়িত্বরত কিছু ব্যক্তিকে আমন্ত্রণ না জানানোয় সমালোচনার মুখে পড়তে হয় বোর্ডকে।
ক্রিকেট বিশ্লেষক ও সংশ্লিষ্ট মহল মনে করছেন, বুলবুল নেতৃত্বাধীন বিসিবি এখনই কিছু সাহসী সিদ্ধান্ত নেওয়ার জায়গায় রয়েছে। বিশেষ করে নেতৃত্ব পরিবর্তন ও ঘরোয়া ক্রিকেট কাঠামোয় সংস্কার আগামী দিনের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
আগামীকালকের সভায় বিসিবি এসব বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকে চোখ রাখবে দেশের ক্রিকেটপ্রেমীরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News