ছবি সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এল বড় ঘোষণা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ২০২৫-২৬ মৌসুমের বিপিএল আয়োজন করা হবে ডিসেম্বর-জানুয়ারি সময়সূচিতে। তবে চূড়ান্ত সময়সূচি নির্ভর করছে জাতীয় নির্বাচন ঘিরে দেশের নিরাপত্তা পরিস্থিতির ওপর।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, এবার পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে দলগুলো দীর্ঘমেয়াদে বিনিয়োগ ও পরিকল্পনা করতে পারে। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজিদের অংশগ্রহণের সুযোগও থাকছে—তবে তাদের নির্ধারিত মানদণ্ড পূরণ করতে হবে।
এ লক্ষ্যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সহযোগিতায় একটি নতুন আর্থিক ও বাণিজ্যিক কাঠামো তৈরি করা হচ্ছে, যাতে বিপিএল আন্তর্জাতিক মানে পৌঁছায়।
সভায় জানানো হয়, এবারের আসরে অংশগ্রহণকারী দল সংখ্যা এখনো চূড়ান্ত নয়। শুধুমাত্র বিসিবির নির্ধারিত মানদণ্ড পূরণকারী প্রতিষ্ঠানগুলোকেই সুযোগ দেওয়া হবে।
বিসিবির ভাষায়, “মানহীন ফ্র্যাঞ্চাইজি এবার আর বিপিএলে জায়গা পাবে না।”
একটি বড় পরিবর্তন হিসেবে বিসিবি জানিয়েছে, এবারের বিপিএল পরিচালনার জন্য কেবল অভ্যন্তরীণ কর্মকর্তারা নয়, বাইরের অভিজ্ঞ বিশেষজ্ঞরাও থাকবেন নতুন গঠিত কমিটিতে।
বিসিবি সভাপতি বলেন,
"স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতে আমরা বাইরের ক্রিকেট-জ্ঞানসম্পন্ন লোকজনকেও অন্তর্ভুক্ত করছি। লক্ষ্য একটাই—বিপিএলকে আন্তর্জাতিক মানে রূপান্তরিত করা।"
সভায় আরও আলোচনায় এসেছে নতুন ভেন্যু অন্তর্ভুক্তির বিষয়। জানা গেছে, পূর্বাচলের দুটি মাঠ আপগ্রেড করে বিপিএল ভেন্যুতে রূপান্তর করার কাজ চলবে। একই সঙ্গে গড়ে তোলা হবে আধুনিক হাইপারফরম্যান্স সেন্টার।
এছাড়া চট্টগ্রাম, সিলেট, খুলনা ও মিরপুর ছাড়াও নতুন মাঠকে বিপিএল ম্যাপের অন্তর্ভুক্ত করার ব্যাপারে সক্রিয় রয়েছে বিসিবি।
সব মিলিয়ে, বিপিএল নিয়ে বিসিবির এই ঘোষণা বোঝায় যে মাঠের ক্রিকেটের পাশাপাশি মাঠের বাইরেও এক নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে বিপিএল।
পেশাদারিত্ব
বাণিজ্যিক আকর্ষণ
বিদেশি বিনিয়োগ
এই তিনটি স্তম্ভকে সামনে রেখে বিপিএলকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে চায় বিসিবি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News