ছবি সংগৃহীত
ঢাকার লালবাগে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক হয়েছেন বিএনপির সহযোগী সংগঠন যুবদলের এক সাবেক ওয়ার্ড সভাপতি। তার নাম চান মিয়া, যিনি লালবাগ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি হিসেবে পরিচিত।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে লালবাগের শহীদ গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে আজিমপুর সেনাক্যাম্পের সদস্যরা।
সরকারি জায়গা দখল ও চাঁদাবাজির অভিযোগ
জানা গেছে, চান মিয়া দীর্ঘদিন ধরে লালবাগের বেড়িবাঁধ ঘোড়াপট্টি এলাকায় সরকারি জায়গা দখল করে রিকশার গ্যারেজ স্থাপন করেন। শুধু তাই নয়, তিনি এলাকাজুড়ে আধিপত্য বিস্তার করে নিরীহ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছেন বলে অভিযোগ উঠেছে।
বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শহিদনগর ও আশপাশের এলাকায় তিনি প্রভাব বিস্তার করে চাঁদাবাজি করে আসছেন, এমন অভিযোগ তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই শহিদনগর ৩ নম্বর গলিতে অভিযান চালায় আজিমপুর সেনাক্যাম্পের একটি টিম। অভিযানে চান মিয়াকে আটক করে লালবাগ থানায় সোপর্দ করা হয়।
লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল খান সার্চ বিডি নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন,
“চান মিয়াকে গতকাল রাতে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, আমরা মামলা প্রক্রিয়াধীন করছি।”
তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও চান মিয়ার বিরুদ্ধে বহু অভিযোগ পাওয়া গেছে, যা তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করে জানান, চান মিয়া দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সড়কে রিকশাচালক, দোকানদার, এমনকি সাধারণ বাসিন্দাদের কাছ থেকেও মাসোহারা আদায় করতেন। তার প্রভাবের কারণে অনেকেই মুখ খুলতে সাহস পেতেন না।
এলাকাবাসী সেনাবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়েছে এবং চান মিয়ার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News