ছবি সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে একজন নারীকে ধর্ষণ ও পাশবিক নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৯ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, "এটি একান্তই লজ্জাজনক একটি ঘটনা। এই পাশবিকতা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।"
সম্প্রতি কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তা এলাকায় এক নারী তার বাবার বাড়িতে বেড়াতে এসে পূর্বপরিচিত ফজর আলীর ফাঁদে পড়ে ধর্ষণের শিকার হন।
ঘটনার সময় আশপাশের কিছু ব্যক্তি ভুক্তভোগী নারীর বিবস্ত্র ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
এ ঘটনায় অভিযুক্ত ফজর আলীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডা. শফিকুর রহমান তার পোস্টে বলেন, "এই লম্পটদের যেকোনো মূল্যে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের ‘খুঁটির জোর’ যাই থাকুক না কেন, কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।"
তিনি আরও লেখেন, "অন্যথায় এই সমাজ একেবারে জংলি সমাজে পরিণত হবে।"
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় বইছে।
সাধারণ মানুষ থেকে শুরু করে নারী অধিকার সংগঠন, রাজনৈতিক নেতা, শিক্ষক-সাংবাদিকসহ নানা মহল এর বিরুদ্ধে মুখ খুলছেন।
তারা দাবি তুলেছেন—এই ঘটনার যেন রাজনৈতিক ছত্রছায়ায় ধামাচাপা না পড়ে এবং বিচার প্রক্রিয়ায় যেন কোনো ধরনের প্রভাব বিস্তার না হয়।
এদিকে জামায়াত আমিরের এই মন্তব্যকে অনেকেই ইতিবাচক বলে দেখছেন। কারণ, রাজনৈতিক বিভেদ ভুলে সামাজিক ও নৈতিক প্রশ্নে একটি সুস্পষ্ট অবস্থান রাখা জরুরি ছিল।
ধর্ষণ ও যৌন নির্যাতনের মতো ঘটনার বিরুদ্ধে প্রতিটি দল ও নেতা-কর্মীর অবস্থান স্পষ্ট হওয়া উচিত বলে মনে করছেন সমাজ বিশ্লেষকেরা।
উল্লেখ্য, ভুক্তভোগী নারীর পরিবার জানায়, অভিযুক্ত ফজর আলী তাদের পূর্বপরিচিত এবং আর্থিক লেনদেনের সূত্র ধরে তাদের সঙ্গে যোগাযোগ ছিল।
২৬ জুন রাতে তিনি ঘরের দরজা খুলে ঢুকে নারীটিকে ধর্ষণ করেন। এরপর স্থানীয়রা তার চিৎকারে ছুটে এসে ফজর আলীকে আটক করে মারধর করে।
তবে তার স্বজনরা আহত অবস্থায় তাকে পালিয়ে নিয়ে যায়।
এই ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে দুটি পৃথক মামলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান জানিয়েছেন, মূল অভিযুক্তকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিডিও ছড়ানো ব্যক্তিদের কুমিল্লার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে।
এই ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার না হলে নারীদের নিরাপত্তা আরও সংকটাপন্ন হয়ে পড়বে বলে মনে করছেন নারী অধিকারকর্মীরা।
জামায়াত আমিরের বিবৃতি এই জনমতের সাথে সঙ্গতিপূর্ণ বলেই প্রতীয়মান হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News