ছবি সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে সিরিজে রিশাদ হোসেন প্রথম ম্যাচে অসুস্থতার কারণে খেলতে না পারলেও পরের দুই ম্যাচে দলে থাকা সত্ত্বেও একাদশে জায়গা হয়নি তার। দলীয় কৌশল ও উইকেটের কন্ডিশনকে সামনে রেখে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন।
মিরাজ বলেন,
“যে কোনো খেলোয়াড় যদি ৫ উইকেট নিয়ে ম্যাচ জয় করায়, তখন তাকে বাদ দেওয়া যায় না। তবে এই সিরিজে স্পিনের চেয়ে পেসারদের দিকটাই বেশি উপযোগী ছিল। শ্রীলঙ্কার উইকেটে পেসাররা ভালো করেছে, আমাদেরও পেসাররা ভালো বোলিং করেছে। তাই এই সিরিজে পেস বোলারদের বেছে নেওয়াই সঠিক ছিল।”
তাই, যদিও রিশাদ স্বাস্থ্যগতভাবে পুরোপুরি প্রস্তুত ছিলেন, দলের কম্বিনেশন ও উইকেটের ধরন অনুযায়ী তার খেলার সুযোগ হয়নি।
এই সিরিজে আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক হয়েছে বাংলাদেশের তরুণ স্পিনার তানভীর ইসলামের, যিনি দ্বিতীয় ম্যাচে তাঁর ফাইভ উইকেটের পারফরম্যান্সে দলকে জয়ের মুখ দেখিয়েছেন। যদিও তৃতীয় ম্যাচে তানভীর খানিকটা বেশি রান খরচ করেছেন (১০ ওভার, ৬১ রান, ১ উইকেট)।
তানভীরের ভালো পারফরম্যান্সের কারণে রিশাদের একাদশে ফেরার অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মিরাজ হারের দায় স্বীকার করে বলেন,
“ব্যাটাররা ব্যর্থ হয়েছে। মাঠ বড় হওয়ায় চার মারার সুযোগ কম ছিল, সিঙ্গেল নেওয়াও কঠিন ছিল। আমাদের টপ অর্ডার ক্রিকেটাররা বাউন্ডারি মারতে পছন্দ করে, কিন্তু তারা ব্যাক-আপ না পেলে সমস্যা হয়। আমরা চেষ্টা করছি সবাইকে তাদের শক্তির জায়গায় সহায়তা করতে।”
তিনি আরও বলেন,
“তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে যদিও ১২০ রানেও ৩ উইকেট পড়ে গিয়েছিল, তবুও আমরা জুটি গড়তে ব্যর্থ হয়েছি। ৩০-৪০ রানের জুটি দিয়ে ওয়ানডেতে জয় কঠিন। বড় জুটি গড়ে দলকে সুবিধা করতে হবে।”
মিরাজের কথায়,
“দলীয় কম্বিনেশন, উইকেটের ধরন ও পারফরম্যান্স বিবেচনায় আমরা সামনের ম্যাচের প্রস্তুতি নেব। প্রত্যেক খেলোয়াড়কে যথাযথ জায়গায় খেলানোই প্রধান লক্ষ্য।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News