ঢাকা, ১২ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 02:43 AM, 09 July 2025.
Digital Solutions Ltd

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে: পাহাড় ধস ও বন্যার শঙ্কা বাড়ছে

Publish : 02:43 AM, 09 July 2025.
খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে: পাহাড় ধস ও বন্যার শঙ্কা বাড়ছে

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

পার্বত্য জেলা খাগড়াছড়িতে কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে জেলার প্রধান নদ-নদী, ছড়া ও খালের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং নিচু এলাকার ঘরবাড়িতে পানি ঢোকার শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা শঙ্কিত, বৃষ্টি যদি এইভাবে অব্যাহত থাকে, তাহলে বড় ধরনের বন্যা ও পাহাড় ধসের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বুধবার (৯ জুলাই) খাগড়াছড়ি সদর উপজেলার মুসলিমপাড়া, গঞ্জপাড়া, শালবাগানসহ আশপাশের নিম্নাঞ্চল ঘুরে দেখা যায়, চেঙ্গি নদীর পানি বিপৎসীমার খুব কাছাকাছি চলে এসেছে। নদীর পানির স্রোত উপচে লোকালয়ে প্রবেশ করছে। এতে স্থানীয় কয়েকটি পরিবারের বসতঘর ও আঙিনা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মুসলিমপাড়া এলাকার বাসিন্দা মো. কামাল বলেন,

“এভাবে বৃষ্টি চলতে থাকলে খুব দ্রুতই নদীর পানি আমাদের ঘরে ঢুকে পড়বে। আগে এমন পরিস্থিতি হয়েছে, আমরা ভয়ে রয়েছি।”

দীঘিনালা উপজেলার মেরুং এলাকার মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে বড় মেরুং স্টিল ব্রিজ এলাকার সড়কে পানি উঠতে শুরু করেছে।

স্থানীয় মো. জাকির হোসেন জানান,

“সড়কে পানি উঠে গেলেও এখনো যানবাহন চলাচল করছে, তবে যদি আরও ভারী বৃষ্টি হয়, তাহলে সড়ক সম্পূর্ণ প্লাবিত হতে পারে। কিছু নিচু এলাকায় পানি ঢোকারও খবর পেয়েছি।”

টানা বৃষ্টির কারণে বিশেষত খাগড়াছড়ি সদর উপজেলার শালবাগান, কলাবাগান ও সবুজবাগ এলাকায় পাহাড় ধসের ঝুঁকি বেড়ে গেছে। এসব এলাকায় প্রায় ৩-৪ শতাধিক পরিবার ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের ঢালে বসবাস করছেন।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় জানান,

“আমরা ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে আগাম সতর্ক করে সরিয়ে নিয়ে আসছি। শালবাগান প্রাথমিক বিদ্যালয় ও শিশু প্রাইমারি স্কুলে তাদের স্থানান্তর করা হয়েছে। এছাড়া কয়েকটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে যাতে পরিস্থিতি খারাপ হলে দ্রুত সবাইকে নিরাপদ জায়গায় সরানো যায়।”

জেলা ও উপজেলা প্রশাসন পরিস্থিতি মনিটরিং ও পর্যবেক্ষণে সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে। জরুরি উদ্ধার কার্যক্রম, ত্রাণ ও সহায়তার প্রস্তুতিও সম্পূর্ণ রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, স্থানীয় জনগণ সরকারের নির্দেশনা মেনে চললে বড় কোনো ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হবে।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাগেরহাট টানা ভারী বর্ষণে পানিবন্দি হাজারো পরিবার, তলিয়ে গেছে চিংড়ি ঘের ও পুকুর । শিরোনাম বাগেরহাটে হ্যামকো কোম্পানির ডাকাতি মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ শিরোনাম এসএসসির ফল প্রকাশ: ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে // পাশের হার ৯৯.৭৭ শিরোনাম ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নারী শিরোনাম কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে নৃশংস নির্যাতনের পর গাছে ঝুলিয়ে হত্যা শিরোনাম ঝালকাঠিতে অর্ধেকে নেমেছে দিনমজুরের আয়