ছবি সংগৃহীত
বরিশালে টানা চার দিন ধরে চলা বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। শহরের রাস্তাঘাট, অলিগলি ও খাল-ড্রেন পানিতে থইথই করছে। কর্মজীবী মানুষ থেকে শুরু করে ছাত্র-ছাত্রী, পথচারী—সকলেই ভোগান্তির মুখে। তবে এই দুর্ভোগের মাঝেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে জেলার কৃষকসমাজ। তারা বলছেন, এমন বর্ষণই চাষের জন্য সবচেয়ে উপযোগী।
বরিশাল নগরীর রূপাতলী, কাউনিয়া, গোল চত্বর ও হাসপাতাল সড়ক ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানি জমে সড়কপথে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ড্রেন ও খালগুলোর ময়লা রাস্তায় উঠে আসায় পরিবেশ হয়েছে আরও দুর্গন্ধময় ও বিপজ্জনক।
রূপাতলীর বাসিন্দা আরাফাত হোসেন বলেন,
“বাইরে বের হওয়া দুরূহ হয়ে পড়েছে। বাজারের মুখে পানি জমে আছে, রাস্তায় চলাচল প্রায় বন্ধ।”
কাউনিয়া এলাকার বাসিন্দা সাইদুল ইসলাম অভিযোগ করে বলেন,
“সারা বছর কোনো ড্রেন পরিষ্কার করা হয় না। শুধু বড় ড্রেনগুলো দেখিয়ে কাজ চলে। ঘিঞ্জি এলাকায় বিশেষ নজর না দিলে সমস্যার সমাধান হবে না।”
এদিকে, কৃষকদের জন্য এই টানা বর্ষণ আশীর্বাদস্বরূপ। ধানের বীজ বপনের উপযুক্ত সময় এই বৃষ্টি মাটিকে নরম ও উর্বর করে তুলেছে।
বাবুগঞ্জ উপজেলার বাহেরচরের কৃষক সোহরাফ হোসেন জানান,
“এমন বৃষ্টি বীজতলার জন্য দারুণ উপকারী। ক্ষেত প্রস্তুতে সুবিধা হবে।”
সদর উপজেলার চাষি মিজানুর রহমান বলেন,
“গরু-ছাগল চরাতে সমস্যা হলেও চাষাবাদের জন্য এই বৃষ্টি খুব ভালো। কৃষকরা এমন আবহাওয়ায় খুশি।”
বরিশাল আবহাওয়া অফিস জানায়,
গত ২৪ ঘণ্টায় ৮৩.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অফিসার্স ইনচার্জ আনিসুর রহমান বলেন,
“এটি মৌসুমি বৃষ্টিপাত। আগামী ২-৩ দিন এমন বৃষ্টি থাকতে পারে, এরপর কিছুটা কমবে।”
এছাড়াও, সমুদ্র বন্দরকে ৩ নম্বর এবং নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বরিশালের টানা বৃষ্টিতে একদিকে যেমন জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে তেমনি কৃষকদের জন্য এটি নিয়ে এসেছে আশার বার্তা। কর্তৃপক্ষের নজরদারি ও দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে শহরের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News