ঢাকা, ১২ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 05:52 AM, 09 July 2025.
Digital Solutions Ltd

পদ্মা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন, জাজিরায় ৬০০ পরিবার আতঙ্কে

Publish : 05:52 AM, 09 July 2025.
পদ্মা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন, জাজিরায় ৬০০ পরিবার আতঙ্কে

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এতে আতঙ্কে দিন কাটছে আলম খার কান্দি, উকিল উদ্দিন মুন্সি কান্দি ও ওছিম উদ্দিন মুন্সি কান্দির অন্তত ৬০০ পরিবার। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত ২৬টি ঘরবাড়ি ও দোকানপাট।

গত ৯ জুলাই দুপুর পর্যন্ত মাত্র কয়েক দিনের ব্যবধানে রক্ষা বাঁধটির প্রায় ১৩০ মিটার অংশ নদীতে তলিয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি, রাস্তাঘাট এবং স্থানীয় বাজার। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রায় এক হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে।

পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধটি প্রথম নির্মিত হয় ২০১০-১১ অর্থবছরে। এতে ব্যয় হয় ১১০ কোটি টাকা। কিন্তু গত বছরের নভেম্বরেই বাঁধের মাঝিরঘাট এলাকায় ভাঙন শুরু হয়। সেসময় ১০০ মিটার অংশ ধসে পড়ে, কংক্রিট ব্লকগুলো পানিতে তলিয়ে যায়। সংস্কারের দায়িত্ব পায় পানি উন্নয়ন বোর্ড, যারা ২ কোটি ৮৭ লাখ টাকায় জিওব্যাগ ও সিসি ব্লক ফেলে বাঁধ মেরামতের কাজ শুরু করে।

তবে চলতি বছরের ঈদের দিন ভোররাতে আবারও নতুন করে ভয়াবহ ভাঙন শুরু হয়। একদিনেই তলিয়ে যায় ২৫০ মিটার বাঁধ। সর্বশেষ সোমবার (৭ জুলাই) বিকেলে মাত্র দুই ঘণ্টার মধ্যে ১৬টি বসতঘর ও ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান নদীতে হারিয়ে যায়। সরিয়ে নিতে হয় আরও ১৫টি দোকান।

মঙ্গল মাঝির ঘাট বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, “হঠাৎ ভাঙনে শ্রমিক পাওয়া যাচ্ছে না। আমরা নিজেরাই মালামাল সরিয়ে নিচ্ছি। সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করছি।”

স্থানীয় বাসিন্দা সুমন হাওলাদার জানান, “নদীর গতিপথ বদলে এখন পাড়ে লাগছে। গত বছর থেকে এলাকাটা ভাঙছে। আমরা চরম আতঙ্কে আছি।”

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারেক হাসান বলেন, “১৩০ মিটার বাঁধ নদীতে চলে গেছে। পরিস্থিতি ভয়াবহ। জরুরি ভিত্তিতে ৯০ শ্রমিক নিয়ে এক হাজার জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে।”

এদিকে, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় জানিয়েছেন, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ২৬টি পরিবারকে পাঁচ হাজার টাকার চেক ও দুই বান টিন ও শুকনো খাবার দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আলাদা পরিকল্পনা নিয়েও কাজ চলছে।

এই ভাঙন শুধু ঘরবাড়ি গিলে খায়নি, গিলে ফেলেছে মানুষের স্বপ্ন, জীবিকা ও ভবিষ্যৎ। এখনই জরুরি পদক্ষেপ না নিলে শীঘ্রই আরও বহু পরিবারকে উদ্বাস্তু হতে হবে পদ্মার খরস্রোতে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাগেরহাট টানা ভারী বর্ষণে পানিবন্দি হাজারো পরিবার, তলিয়ে গেছে চিংড়ি ঘের ও পুকুর । শিরোনাম বাগেরহাটে হ্যামকো কোম্পানির ডাকাতি মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ শিরোনাম এসএসসির ফল প্রকাশ: ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে // পাশের হার ৯৯.৭৭ শিরোনাম ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নারী শিরোনাম কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে নৃশংস নির্যাতনের পর গাছে ঝুলিয়ে হত্যা শিরোনাম ঝালকাঠিতে অর্ধেকে নেমেছে দিনমজুরের আয়