ছবি সংগৃহীত
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী হাইস্কুলের পেছনের একটি বাড়ি থেকে সাত বছরের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে পূর্বে নৃশংস নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত শিশুর বাবার নাম কফিল উদ্দিন। পরিবারের দাবি, শিশু বয়সের নিষ্পাপ সন্তানটির সঙ্গে যে পাশবিক আচরণ করা হয়েছে, তা বর্ণনাতীত।
স্থানীয়রা জানান, শিশুটিকে খুঁজে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর স্কুলের পেছনের নির্জন একটি বাড়ির গাছে তার মরদেহ ঝুলতে দেখা যায়। প্রাথমিকভাবে বোঝা যায়, হত্যার আগে শিশুটিকে নির্যাতন করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলেন, “এই নিষ্পাপ শিশুর কী দোষ ছিল? এমন ভয়ংকর কাজ কেউ কীভাবে করতে পারে?”
পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। তারা বলেন, “কোনো শিশুর এমন নির্মম মৃত্যু হওয়া উচিত নয়। কোনো মায়ের কোল যেন এমনভাবে খালি না হয়।”
পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্তে কাজ চলছে। দোষীদের শনাক্ত করতে ইতোমধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News