ঢাকা, ১২ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 06:23 AM, 09 July 2025.
Digital Solutions Ltd

শেখ হাসিনার সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

Publish : 06:23 AM, 09 July 2025.
শেখ হাসিনার সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

আওয়ামী লীগ দলীয়ভাবে গণহত্যা ও দমন-পীড়নের জন্য দায়ী—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমি মনে করি শেখ হাসিনা এককভাবে হাজার হাজার মানুষের হত্যাকাণ্ডের জন্য দায়ী। তার বিচার শুরু হয়েছে। তবে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।”

বুধবার (৯ জুলাই) রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আবদুল কুদ্দুস ও অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “এই ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিএনপি। আমি নিজেই ১১২টি মামলার আসামি এবং ১৩ বার কারাগারে গিয়েছি। আমাদের দলের নেতাকর্মীদের গুম, খুন, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হতে হয়েছে বারবার।”

তিনি বলেন, “যারা এই ফ্যাসিস্ট সরকারের হয়ে কাজ করেছে—তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত। দল হিসেবে আওয়ামী লীগ এই অপরাধের অংশীদার।”

গণতন্ত্রের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, “দেশে একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু নির্বাচন জরুরি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা সংস্কার প্রক্রিয়ায় অংশ নিচ্ছি। সংস্কার এবং নির্বাচন—এই দুটি একে অপরের পরিপূরক, সাংঘর্ষিক নয়।”

আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গে এক প্রশ্নে মির্জা ফখরুল বলেন, “আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাবে বিএনপি, এরপর জামায়াত ও এনসিপি। কারণ মানুষ আওয়ামী লীগের দুঃশাসনে ক্লান্ত।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ করেছে বিএনপি। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ও পরে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকাই সবচেয়ে বড়।”

দেশকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, “সব রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। কেউ যদি মনে করেন, নির্বাচন দরকার নেই—তারা আবার চিন্তা করুন। একটি বৈধ, নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।”

সংবাদ সম্মেলন, দলীয় বিবৃতি এবং মাঠ পর্যায়ের কর্মসূচির পাশাপাশি বিএনপি তাদের ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন’কে সামনে রেখে সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছে বলেও জানা গেছে।

 

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাগেরহাট টানা ভারী বর্ষণে পানিবন্দি হাজারো পরিবার, তলিয়ে গেছে চিংড়ি ঘের ও পুকুর । শিরোনাম বাগেরহাটে হ্যামকো কোম্পানির ডাকাতি মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ শিরোনাম এসএসসির ফল প্রকাশ: ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে // পাশের হার ৯৯.৭৭ শিরোনাম ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নারী শিরোনাম কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে নৃশংস নির্যাতনের পর গাছে ঝুলিয়ে হত্যা শিরোনাম ঝালকাঠিতে অর্ধেকে নেমেছে দিনমজুরের আয়