ছবি সংগৃহীত
প্রখ্যাত অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ (২৮ জুন)। এই দিনে দেশের নানা শ্রেণিপেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এসেছে ব্যতিক্রমধর্মী সম্মাননা ও শুভেচ্ছা।
শনিবার বিকেল ৬টা ১৫ মিনিটে ড. ইউনূসের ঢাকার ‘যমুনা’স্থ বাসভবনে পৌঁছায় জন্মদিনের কেক ও ফুলেল শুভেচ্ছা। এই উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার তারেক রহমানের পক্ষে এসব উপহার ড. ইউনূসের বাসায় পৌঁছে দেন। সেগুলো গ্রহণ করেন প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) ফেরদৌস হাসান সেলিম।
পরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বার্তা পাঠান। তিনি জানান, এমন দিনে একজন সিনিয়র রাজনৈতিক নেতার পক্ষ থেকে শুভেচ্ছা পাওয়া সম্মানজনক ও হৃদয়গ্রাহী।
বিএনপির পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুধু দেশের গর্ব নন, তিনি একজন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব। তার শান্তি, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়ের প্রতি অবদান অনন্য। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং অব্যাহত কর্মতৎপরতা কামনা করি।”
জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও উন্নয়নের প্রতীক হিসেবে স্বীকৃত নোবেল বিজয়ী ড. ইউনূসের জন্মদিন উপলক্ষে তারেক রহমানের এমন শুভেচ্ছা রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ড. ইউনূস কিছু মামলাসহ নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। এমন প্রেক্ষাপটে তার জন্মদিনে রাজনীতির শীর্ষস্থানীয় একজন নেতার শুভেচ্ছা জানানোর বিষয়টিকে শুধু সৌজন্য নয়, বরং রাজনৈতিক শালীনতার এক দৃষ্টান্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News