ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারা দেশে আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে।
রোববার (২৯ জুন) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন।
নাহিদ ইসলাম বলেন, আগামী ১ জুলাই থেকে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উদযাপন শুরু হবে।
তিনি উল্লেখ করেন, “দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেছে। আমাদের অনেক প্রাপ্তি যেমন আছে, তেমনি কিছু অপ্রাপ্তিও রয়েছে। ঐতিহাসিক জুলাই-আগস্টের ৩৬ দিন স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।”
পদযাত্রার সূচনা হবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে।
তিনি জানান, এই পদযাত্রার মাধ্যমে দেশব্যাপী মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে ঢাকায় ফিরে আসা হবে। কর্মসূচির নাম রাখা হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।
এছাড়া ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ পালন করা হবে।
এনসিপি এই কর্মসূচির মাধ্যমে দেশের নাগরিকদের মধ্যে ঐক্য ও সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্য রাখছে।
নাহিদ ইসলাম আরো বলেন, এই পদযাত্রা দেশের ভবিষ্যৎ গঠন ও জাতীয় ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News