ঢাকা, ১২ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 10:19 AM, 28 June 2025.
Digital Solutions Ltd

সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জনস্রোত, বক্তৃতা আর ইসলামী সংগীতে মুখর মঞ্চ

Publish : 10:19 AM, 28 June 2025.
সোহরাওয়ার্দীতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জনস্রোত, বক্তৃতা আর ইসলামী সংগীতে মুখর মঞ্চ

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (২৮ জুন) সকাল থেকে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ। দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় এসে জড়ো হয়েছেন। মঞ্চ থেকে পরিবেশিত হচ্ছে জ্বালাময়ী বক্তৃতা আর ফাঁকে ফাঁকে গাওয়া হচ্ছে ইসলামি সংগীত, যা উজ্জীবিত রাখছে কর্মীদের মনোভাব।

সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মহাসমাবেশের প্রথম পর্ব। এই অংশে দেশের বিভিন্ন জেলা ও মহানগরের নেতারা বক্তব্য রাখেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কাকরাইল, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, মৎস্য ভবন মোড়সহ বিভিন্ন পয়েন্টে ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন।

সময় সময় বাস থামছে, সেখান থেকে নেতাকর্মীরা নেমে মিছিল করে উদ্যানে প্রবেশ করছেন।

উদ্যানের ভেতরে দেখা গেছে, ভোরে আসা বয়োজ্যেষ্ঠ নেতাকর্মীরা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছেন।

৭০ বছর বয়সী আব্দুল কাদের বলেন,

“আমরা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে এসেছি। সকালেই পৌঁছেছি, এখন বিশ্রাম নিচ্ছি। দুপুরের পর মূলপর্বে অংশ নেবো।”

লেকের ধারে অনেককে গোসল ও অজু করতেও দেখা গেছে। প্রচণ্ড গরমে অনেকের হাতে পাখা— যেটা দিয়েই তারা নিজেদের ঠান্ডা রাখছেন।

প্রতিটি বক্তব্যের মাঝে পরিবেশিত হচ্ছে ইসলামিক গান। এতে মাঠজুড়ে থাকা কর্মীদের মধ্যে তৈরি হচ্ছে আবেগ ও মনোযোগ।

এখন পর্যন্ত মঞ্চে একে একে বক্তব্য দিয়েছেন ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশালসহ নানা জেলার নেতারা। তাদের বক্তব্যে সরকারের সমালোচনা, ন্যায়ভিত্তিক নির্বাচনের আহ্বান এবং দলীয় আদর্শের প্রচার ছিল মুখ্য।

দুপুর ২টা থেকে শুরু হবে মহাসমাবেশের মূলপর্ব। এতে সভাপতিত্ব করবেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

এর আগে মাঠ পরিদর্শনে এসে সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম জানান, সারা দেশ থেকে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে। ট্রেন ও লঞ্চেও অসংখ্য মানুষ এসেছেন বলে জানান তিনি।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন,

“এই মহাসমাবেশ থেকে আগামী রাজনীতিতে নতুন বার্তা যাবে। ইনশাআল্লাহ আমরা পিআরভিত্তিক নির্বাচন এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানকে আরও জোরালো করব।”

মহাসমাবেশকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে প্রচণ্ড উদ্দীপনা দেখা যাচ্ছে। রাজনীতির নতুন বার্তা ও একাত্মতার এই প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হয়, তা নির্ভর করবে আজকের মূলপর্বের ঘোষণার ওপর।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাগেরহাট টানা ভারী বর্ষণে পানিবন্দি হাজারো পরিবার, তলিয়ে গেছে চিংড়ি ঘের ও পুকুর । শিরোনাম বাগেরহাটে হ্যামকো কোম্পানির ডাকাতি মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ শিরোনাম এসএসসির ফল প্রকাশ: ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে // পাশের হার ৯৯.৭৭ শিরোনাম ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নারী শিরোনাম কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে নৃশংস নির্যাতনের পর গাছে ঝুলিয়ে হত্যা শিরোনাম ঝালকাঠিতে অর্ধেকে নেমেছে দিনমজুরের আয়